মেদিনীপুরে কালী পুজোর উদ্বোধনে গিয়ে শিক্ষামন্ত্রী মায়ের কাছে যা প্রার্থনা করলেন

Main ধর্ম রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: নভে ৬, ২০১৮ @ ২১:১৩

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৬অক্টোবরঃ সারা দেশে মহা সমারোহে দীপাবলী শ্যামা পুজো উৎসব পালিত হচ্ছে।পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পুজো উদ্বোধনে ফিতে কাটার কাজে নেমে পড়েছেন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা। আজ মঙ্গলবার যেমন মেদিনীপুর শহরের দুটি শ্যামা পুজোর উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।সেখানে গিয়ে পুজো উদ্বোধনের পর মায়ের সামনে করজোড়ে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করেন।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রার্থনা করেন-“যারা দেশকে দ্বিখণ্ডিত করার প্রচেষ্টা করছে তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয়। তাই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজ শক্তির আরাধনার আয়োজন। বিভেদ আমাদের কাম্য নয়, সবাই এক সঙ্গে থাকুন।” এর পর তিনি বলেন- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শপথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাজ করুন। রাজ্য ও জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে চলুন। দীপাবলীর আলো নিয়ে আসবে অসাম্প্রদায়িকতা, পবিত্রতা, সুখ ও শান্তি।”

তিনি প্রথমে মেদিনীপুর শহরের কর্নেলগোলা নিউ ইয়ং সোসাইটি ক্লাবের ৩৮তম বর্ষের শ্রীশ্রী শ্যামাপুজোর উদ্বোধন করেন। এখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া, বিধায়ক মৃগেন মাইতি, দীনেন রায়, ভারত সেবাশ্রম সঙ্ঘের মেদিনীপুর শাখার অধ্যক্ষ স্বামী মিলনানন্দজী মহারাজ, জেলাপরিষদের সহ সভাপতি অজিত মাইতি, জেলাপরিষদের সদস্য রমাপ্রসাদ গিরি সহ আরও অনেকে। এরপর শিক্ষামন্ত্রী জেলাপরিষদের সামনে কল্পতরু ক্লাবের পঞ্চম বর্ষের কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখানে তাঁর হাত দিয়ে পুজো কমিটি ৪০০জন দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরন করে।

Published on: নভে ৬, ২০১৮ @ ২১:১৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 − 26 =