সাহিত্যিক ডঃ ঘনশ্যাম নাথ কাছাওয়া রাজ্যপালের সাথে দেখা করেছেন

Main দেশ সাহিত্য
শেয়ার করুন

আলোচনা করেছেন রাজস্থানী ভাষা, সাহিত্য সংস্কৃতি নিয়ে

Published on: মে ১৭, ২০২২ @ ১০:৪৫

এসপিটি নিউজ, সুজানগড় ও কলকাতা, ১৭ মে: স্থানীয় মারুদেশ সংস্থার সভাপতি ও সাহিত্যিক ডক্টর ঘনশ্যাম নাথ কাছাওয়া সোমবার রাজভবনে রাজ্যপাল কালরাজ মিশ্রের সঙ্গে দেখা করেন৷

এই উপলক্ষ্যে ডক্টর ঘনশ্যাম নাথ কাছাওয়া তাঁর বিখ্যাত রাজস্থানী প্রবন্ধ “ভারতীয় সাহিত্য রা মেকার – কানহাইয়ালাল শেঠিয়া” সাহিত্য একাডেমি, নয়াদিল্লি দ্বারা প্রকাশিত রাজ্যপাল মিশ্রের কাছে উপস্থাপন করেন। রাজস্থানী ভাষায় সর্দার প্যাটেলের কাছে এই বই থেকে একটি কবিতা পড়ে রাজ্যপাল রাজস্থানী ভাষা ও সাহিত্যের প্রতি নিজেকে প্রদর্শন করেছিলেন।

ডঃ ঘনশ্যাম নাথ কাছাওয়া মহাকবি কানহাইয়ালাল শেঠিয়ার সৃজনশীল কাজ এবং রাজস্থানী ভাষায় তাঁর অবদান সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। প্রায় আধ ঘণ্টার এই বৈঠকে ডঃ ঘনশ্যাম নাথ কানহাইয়ালাল শেঠিয়ার মূর্তি স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচনের জন্য রাজ্যপালকে চিঠি দিয়ে তাঁর সহযোগিতা চেয়েছেন। এ ব্যাপারে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দিয়েছেন গভর্নর।

Published on: মে ১৭, ২০২২ @ ১০:৪৫


শেয়ার করুন