সামাজিক গণমাধ্যমে তাঁর সম্মানহানি করা হয়েছে-পুলিশ সুপারকে অভিযোগ শালবনীর তৃণমূল নেতার

Main রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৫, ২০১৮ @ ২৩:৫৬

এসপিটি নিউজ, শালবনী, ১৫ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার সঙ্গে দেখা করলেন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নেপাল সিংহ। সঙ্গে ছিলেন তাঁর পুত্র সন্দীপ সিংহ। সামাজিক গণমাধ্যমে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে কুৎসা ছড়ানো হয়েছে। মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তাতে তাঁর সম্মান হানি হয়েছে। এজন্য তিনি জনৈক এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান।

নেপাল বাবু জানান, এটি তাঁর বিরুদ্ধে কতিপয় রাজনীতিতে এই মুহূর্তে অস্তিত্ব সংকটে ভোগা দলীয় পদস্থ কর্মীর সাথে বিরোধীদের সম্মিলিত চক্রান্ত। প্রবীন জেলা পরিষদ সদস্য জানান, সাধারণ মানুষের কাছে ফেসবুকের মিডিয়া ট্রায়ালের মাধ্যামে তাকে কালিমালিপ্ত করতে এই পেইড নিউজ করানো হয়েছে।সমস্ত তদন্তের জন্য যেমন নিজেও প্রস্তুত, তেমনিই এই খবরের আসল সত্য প্রশাসনের মাধ্যামে সাধারণ মানুষের কাছে উঠে আসুক-তাও চান বলে জানান তিনি।

জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত গুলি গঠনের সময় তাঁকে ও তাঁর পরিবারকে কালিমালিপ্ত করার এই চেষ্টা করে রাজনৈতিক বিরোধীরা তাকে দমিয়ে রাখতে পারবে না বলেও জানান।

Published on: সেপ্টে ১৫, ২০১৮ @ ২৩:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 − 24 =