পঞ্চায়েত ভোটঃ সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে তৃণমূল কংগ্রেস, হতাশ বিজেপি-সিপিএম

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ২৪, ২০১৮ @ ২০:০৪

এসপিটি নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গে এবারের পঞ্চায়েত ভোটে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া আসনে পুনরায় নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্যের দুই বিরোধী দল বিজেপি ও সিপিএম। উভয়েই ওই আসনগুলিতে পুনরায় নির্বাচন করার দাবি জানিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করে। কিন্তু সুপ্রিম কোর্ট-এর ডিভিশন বেঞ্চ মামলার রায়ে জানিয়ে দেন ওই আসনগুলিতে পুনরায় নির্বাচন হবে না। পাশাপাশি রাজ্য সরকারকে বোর্ড গঠনেরও অনুমতি দেওয়া হয়।তবে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, কারও কোনও আপত্তি থাকলে ফল ঘোষণার ৩০দিনের মধ্যে ইলেকশন ট্রাইবুনালে আবেদন করা যাবে। একই সঙ্গে অনলাইনে জমা দেওয়া মনোনয়নকে অবৈধ বলে ঘোষণা করেন আদালত।

ইতিপূর্বে এবারের পঞ্চায়েত নির্বাচনে ২০ হাজার ১৫৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল শাসক দলের প্রার্থীরা।এই আসনগুলিতে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে মামলা করেছিল বিজেপি ও সিপিএম।এরই মধ্যে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, গত শনিবারই রাজ্যে ৩,২০৭টি গ্রাম পঞ্চায়েতের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। বোর্ড গঠন না হওয়ার ফলে এক সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে। ফেরত চলে যাচ্ছে উন্নয়নের ২২ হাজার কোটি টাকা।

এরই মধ্যে এই রায় স্বস্তি দিয়েছে রাজ্য সরকারকে। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই রায়কে ঐতিহাসিক জয় বলে জানিয়েছেন।একই সঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানান, ‘সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাই।উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এই জয় মা-মাটি-মানুষের জয়। বিরোধীদের বোঝা উচিত সব আইন মেনেই হয়েছে।’

এই রায়ে কার্যত বড় ধাক্কা খেল বিজেপি। যদিও তারা তা মানতে নারাজ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের জানান, ‘২০১৯-এর লোকসভা ভোটে মানুষ পঞ্চায়েত ভোটের শোধ নেবে।’

Published on: আগ ২৪, ২০১৮ @ ২০:০৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 + = 53