হিমাচলে নেদারল্যান্ডের দু’টি কোম্পানি ৮০০ কোটি টাকা বিনিয়োগ করছে

Main অর্থ ও বাণিজ্য দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুন ১৬, ২০১৯ @ ১৫:৪১

এসপিটি নিউজ, সিমলা, ১৬জুন: নেদারল্যান্ডের দু’টি কোম্পানি হিমাচল প্রদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জয়রামের সভাপতিত্বে নেদারল্যান্ডের দু’টো কোম্পানির মধ্যে মৌ স্বাখহর হয়েছে। এই দু’টি কোম্পানি কাংরা জেলাতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। শিল্প বিভাগের দেওয়া খবর অনুসারে মুখ্যমন্ত্রী কার্পেস কোম্পানির সঙ্গে ৫০০ কোটি টাকার মৌ স্বাক্ষর করেছে। সেই মতো এই কোম্পানি কাংরায় গলফ রিসর্ট পুরনর্গঠিত করবে। এই কোম্পানি ৫০ বছর ধরে আইটি এবং রিয়েল স্টেটের উপর কাজ করছে। তর্কশাদা ফাউন্ডেশন কাংরায় ৩০০ কোটি টাকা দিয়ে স্কিল ইউনিভার্সিটি বানাবে।

জয়রাম জানান এই দুই কোম্পানির সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে। দু’টি কোম্পানির প্রজেক্ট ২০২০ সাল থেকে শুরু হয়ে যাবে। গলফ রিসর্ট গড়ে উঠলে এক হাজার মানুষের রুজি-রোজগারের পথ খুলে যাবে। হিমাচলে নেদারল্যান্ডের ফুড প্রসেসিং কোম্পানিও সাহায্য করবে। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কিছু ফুড প্রসেসিং কোম্পানি সেখানে আসছে। এ ক্ষেত্রে তারা সর্বপ্রথম নেদারল্যান্ডের উস্টার হাউটের ফুডস ফেসিলিটি কোম্পানিকে সুযোগ দিতে চান যাতে তারা এখানকার খাদ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারে সেই সম্পর্কে জানতে পারে।

হিমালয়ের বিভিন্ন জলবায়ু অবস্থার কারণে, ফল প্রক্রিয়াকরণ খাতে ব্যাপক সুযোগ রয়েছে। প্রতিনিধিদল ডালকো ফুডসের দোকানের ভবনে গিয়ে রাজ্যে বিনিয়োগের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থাগুলিকে আমন্ত্রণ জানায়।

Published on: জুন ১৬, ২০১৯ @ ১৫:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 32 = 38