আসাম পুলিশ পেটাল তৃণমূল সাংসদদের-অভিযোগ, শিলচর বিমানবন্দরের অবস্থান-বিক্ষোভ শুরু তৃণমূল প্রতিনিধি দলের

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ২, ২০১৮ @ ১৫:৫৬

এসপিটি নিউজ, শিলচর, ২ আগস্টঃ নাগরিক পঞ্জী নিয়ে আসামে নাগরিক কনভেনশন করতে গিয়ে আসামের শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যদের।যে দলে আছেন সাংসদ সুখেন্দুশেখর রায়, কাকলিঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুর, অর্পিতা ঘোষ, বিধায়ক মহুয়া মৈত্র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।

বৃহস্পতিবার তৃণমূলের এই প্রতিনিধি দল আসামের শিলচর বিমানবন্দরে নামতেই পুলিশ ঘিরে ফেলে তৃণমূলের প্রতিনিধি দলকে।সাংসদ সুখেন্দুশেখর রায় অভিযোগ করেন, “বিমানবন্দরে তাঁদের প্রথমে বিমান থেকেই নামতে দেওয়া হয়নি। অপর ৭৭জন যাত্রীকে যেতে দেওয়া হলেও তাঁদের বেরোতে দেওয়া হয়নি। এরপর তাদের একটা ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। তাদের বলা হয়-১৪৪ধারা জারি থাকায় আপনারা যেতে পারবেন না। আমরা তখন পুলিশ ও প্রশাসনের কর্তাদের জানাই-আমরা নাগরিক কনভেনশন করব না। আমরা শুধু নাগরিকদের সঙ্গে কথা বলব। আর দু’জন করে যাব। কিন্তু তারা কোনও কথা শুনতে চাননি। এক মদ্যপ পুলিশ সেইসময় আমার বুকে ধাক্কা মারে। আমার বুকে পেসমেকার বসানো আছে। এসব কি হচ্ছে। দেশে কি জরুরি অবস্থা চলছে। আমরা কি জঙ্গী নাকি আমাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে? আমরা কি দেশের সাধারণ নাগরিক। আমরা তো জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক। আমাদের সঙ্গে যা হল যেভাবে মহিলা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর, বিধায়ক মহুয়া মৈত্রকে বিমানবন্দরের ভিতর হেনস্থা করা হল পেটানো হল তা অত্যন্ত নিন্দনীয়।”

দিল্লিতে তৃণমূল কংগ্রেসের মুখাপাত্র ডেরেক ও ব্রায়েন এক সাংবাদিক সম্মেলনে জানান, আসামে নাগরিক কনভেনশন করতে গিয়ে হেনস্থা হতে হয়। তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুর, বিধায়ক মহুয়া মৈত্রকে পেটানো হয়েছে তা নিন্দনীয়।এ যেন দেশে সুপার এমারজেন্সি চলছে। রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় ঐ প্রতিনিধি দলে আছেন। তাঁর বুকে পেসমেকারলাগানো আছে। তাঁকেও হেনস্থা করা হয়েছে। আমরা রাজ্যসভায় এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়ে নোটিশ পাঠিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের কোনও জবাব দেননি।

Published on: আগ ২, ২০১৮ @ ১৫:৫৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

78 − = 72