আসামে বাংলাভাষিদের বিতাড়িত করার চক্রান্ত শুরু করেছে আসামের বিজেপি সরকার, তোপ পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: জানু ৭, ২০১৮ @ ২১:০২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৭ জানুয়ারিঃ মেদিনীপুর শহরের ইন্দিরাপল্লীতে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করতে এসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিভেদকামী শক্তি বিজেপি ধর্মের সুড়সুড়ি দিয়ে দেশকে বিভাজিত করতে চাইছে। আসামে বাংলাভাষি মানুষদের আসাম থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র শুরু করেছে আসামের বিজেপি সরকার।

রবিবার মেদিনীপুর পুরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি ও শহীদ পার্কের উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক ও নেতা। যাদের মধ্যে উল্লেখযোগ্য প্রণব বসু, অজিত মাইতি, রমাপ্রসাদ গিরি, দীনেন রায় সহ অনেকে। ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি ও শহীদ পার্কের উদ্বোধন করে শুভেন্দু অধিকারী বলেন, এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্ত মেদিনীপুর শহরের ইন্দিরা পল্লীতে যারা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা উপযুক্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।সজন্য তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি বিজেপিকে এক হাত নেন। তিনি বলেন, খড়্গপুর শহরকে মিনি ইন্ডিয়া বলা হয়। যেখানে সকল ধর্মের মানুষ বসবাস করেন বিজেপি গোর্খাল্যান্ডকে উসকে দিয়ে বাংলাকে বিভাজন করার চক্রান্ত করছে। তবে বাংলাকে আমরা বিভাজন হতে দেব না। আমরা সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে রক্ষা করব। বিজেপি বাংলার ভাল চায়নি। তারা বাংলার কোনও ভাল কাজে থাকেনি। তারা কেবল উস্কানি দিয়ে বাংলাকে অশান্ত করার চক্রান্ত শুরু করেছে। তিন তাই সকলকে সজাগ ও সতর্ক হয়ে কাজ করার আহ্বান জানান।

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্দিরা পল্লীকে আদর্শপল্লী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। শহীদ বেদীতে মালা দিয়ে শহীদ পার্কটিকে তিনি নেতাই গণহত্যার অমর শহীদদের উদ্দেশ্যে উতসর্গ করেন।শহীদ পার্ককে আলোকিত করার জন্য মেদিনীপুর পুরসভার উদ্যোগে ও আর্থিক সহায়তায় তৈরি বাতিস্তম্ভের উদ্বোধন করে মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি ইন্দিরা পল্লীকে আদর্শপল্লী হিসাবে গড়ে তোলার জন্য সাহায্যের আশ্বাস দেন।

Published on: জানু ৭, ২০১৮ @ ২১:০২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 + = 49