আজ কলকাতা প্রেস ক্লাবে সংবাদ প্রভাকর টাইমস ও অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ

Main রাজ্য
শেয়ার করুন

আজ যারা গৌরবান্বিত করতে আসছেন তারা হলেন- দূরদর্শনের প্রাক্তন ডিরেক্টর পঙ্কজ সাহা, জয়িতা বসু খান, কলকাতা প্রেস ক্লাবের সেক্রেটারি কিংশুক প্রামাণিক, টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি, রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু, আইনজীবী প্রসূন দত্ত ও সাংবাদিক ও লেখক অরুণাভ গুপ্ত।

Published on: ফেব্রু ১৪, ২০২০ @ ০২:২৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: সম্ভবত এই প্রথম রাজ্যে কোনও সংবাদ মাধ্যম ও স্বেচ্ছাসেবী সংস্থা এক সাথে পথ চলা শুরু করল।আর সেই যাত্রাকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে এক অভিনব অনুষ্ঠানের। যেখানে দু’টি বই প্রকাশ আর ফাউন্ডেশনের পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হতে চলেছে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই দুই প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করতে আসছেন দূরদর্শনের প্রাক্তন ডিরেক্টর পঙ্কজ সাহা, জয়িতা বসু খান, কলকাতা প্রেস ক্লাবের সেক্রেটারি কিংশুক প্রামাণিক, টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি, রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু, আইনজীবী প্রসূন দত্ত ও সাংবাদিক ও লেখক অরুণাভ গুপ্ত।

‘স্বপ্ন উড়ান’-এর আত্মপ্রকাশ

এদিনের মূল অনুষ্ঠানে অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশোনের প্রকাশনায় একটি কবিতা ও অণু গল্পের বই প্রকাশ হবে। ‘স্বপ্ন উড়ান’ নামে সেই বইটির লেখক অভিষিক্তা বন্দ্যোপাধ্যায়। রোজকার চলার পথে কত টুকরো-টুকরো ঘটনা ঘটে যায় আমাদের জীবনে অথনবা চোখের সামনে। অভিষিক্তা সেই সমস্ত ঘটনা মাত্র কয়েকটি শব্দের মধ্যে আবদ্ধ রেখে সুন্দর ভাবে সহজ-সরল ভাষায় লিপিবদ্ধ করেছেন। যা আজকের সময়ে পাঠকের কাছে খুবই গ্রহণযোগ্য হবে বলে মনে হয়। ইদানীং কালে এমন ধরনের বই খুব কমই প্রকাশ হয়েছে বলে বালা যেতে পারে।

সংবাদ প্রভাকর টাইমস-এর বিশেষ সংখ্যার প্রকাশ

এছাড়াও এদিন সংবাদ প্রভাকর টাইমস-এর বিশেষ সংখ্যার প্রকাশ হবে। মুলত ভ্রমণ এবং অসামরিক-বিমান পরিবহনকে ঘিরেই এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।আগামিদিনে পত্রিকা এমন ধরনের আরও অনেক সংখ্যাই প্রকাশ করবে।রঙিন মলাটে যোলো পাতার এই পত্রিকাটি নিশ্চয় পাঠকের কাছে নতুন কিছু তুলে দিতে সচেষ্ট হবে বলে মনে করা যেতে পারে।

এআইবিএফ ও এসপিটি আগামিদিনে যা করতে চলেছে

অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন-এর ফাউন্ডার চেয়ারম্যান ও সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল একটা বিষয়ে একই সুরে জানিয়েছেন যে তারা উভয়েই এক সাথে সমাজের মানুষের কাছে নতুন কিছু বার্তা যেমন তুলে ধরবে ঠিক তেমনই সমাজের সমস্ত স্তরের মানুষের জন্যই তারা কাজ করে যাবে। যাদের দিকে কেউ তাকায় না যাদের জন্য কেউ ভাবে না যারা পর্দার পিছনেই পড়ে থাকে তাদের জন্য তাদের কথা বলবে সংবাদ প্রভাকর টাইমস ও অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন।

Published on: ফেব্রু ১৪, ২০২০ @ ০২:২৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

59 + = 63