এআইবিএফ-সংবাদ প্রভাকর টাইমস-এর যাত্রা হল শুরু-কলকাতা প্রেস ক্লাবে হল এক স্মরণীয় অধ্যায়

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৪, ২০২০ @ ২৩:৫২

  • বিভিন্ন স্তরের বিদগ্ধ মানুষের হাত ধরে আনুষ্ঠানিক প্রকাশ হল অভিষিক্তা বন্দ্যোপাধ্যায়ের ‘স্বপ্ন উড়ান’ ও সংবাদ প্রভাকর টাইমস-এর বিশেষ সংখ্যা।
  • অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশনকে শুভেচ্ছা জানালেন জয়িতা বসু খান।
  • টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি সংবাদ প্রভাকর টাইমস-এর পাঠকদের জন্য করলেন বিশেষ ঘোষণা।
  • কলকাতা প্রেস ক্লাবের সেক্রেটারি কিংশুক প্রামাণিক সংবাদ প্রভাকর টাইমস নামটির পাশপাশি পত্রিকার প্রশংসা করলেন।
  • বাংলার মাটিকে প্রণাম জানালেন রাজস্থা পর্যটন বিকাশ নিগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু।  

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:  অতি সাধারণ ও অজানা অচেনা স্থান ও মানুষের পাশে দাঁড়ানোর পাশপাশি তাদের জন্য কথা বলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল সংবাদ প্রভাকর টাইমস ও অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন। আজ কলকাতা প্রেস ক্লাবে পরিচ্ছন্ন ও বৈচিত্র্যময় অনুষ্ঠানের মধ্য দিয়ে তার শুভ সূচনা হল। বিভিন্ন স্তরের বিদগ্ধ মানুষের হাত ধরে আনুষ্ঠানিক প্রকাশ হল অভিষিক্তা বন্দ্যোপাধ্যায়ের ‘স্বপ্ন উড়ান’ ও সংবাদ প্রভাকর টাইমস-এর বিশেষ সংখ্যার। একই সঙ্গে সকলের উপস্থিতিতে কেক কেটে উদযাপিত হল এআইবিএফ-এর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান।

স্বাগত ভাষণে পত্রিকার প্রধান সম্পাদক যা বললেন

বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভাস্বতী দত্ত ও সংহতি দাসের কণ্ঠে জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপরই স্বাগত ভাষণ দেন সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল। তিনি অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন-এর সঙ্গে এক সঙ্গে পথ চলা শুরু করার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনাকে তুলে ধরেন। বলেন- এআইবিএফ প্রতিনিয়ত সমাজের সেই সমস্ত মানুষের জন্য কাজ করে চলেছে যাদের কথা কেউ বলে না। যাদের কেউ তুলে ধরে না। যাদের দিকে ক্যামেরার ফোকাস পড়ে না। যাদের কথা কেউ লেখে না। এখন থেকে আমরা উভয়েই সেই লক্ষ্যে কাজ করে যাব। একই সঙ্গে তিনি ভ্রমণ-পর্যটন ও অসামরিক-বিমান পরিবহন শিল্পের উপর গুরুত্ব দিয়ে পত্রিকাকে এগিয়ে নিয়ে চলার শপথ নেন।

অল ইন্ডিয়ার ফাউন্ডার চেয়ারম্যান যা বললেন

অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান জয়ন্ত বন্দ্যোপাধ্যায় উপস্থিত জয়িতা বসু খানকে সম্মান জানাতে গিয়ে বলেন- আজকের এই অনুষ্ঠান করার প্রেরণা সবটাই আমার গুরুমায়ের জন্য। তিনি এই নামেই ডাকেন জয়িতা বসু খানকে। জয়ন্তবাবু বলেন- এ ধরনের অনুষ্ঠান করার পরিক্লপনা তিনি শিখেছেন এই গুরুমায়ের কাছ থেকে। আজকের এই ফসল শুধু তারই প্রাপ্য। এজন্য তিনি তাকে আরও একবার সম্মান ও শ্রদ্ধা জানান।

জয়িতা বসু খান জানালেন অভিনন্দন

সম্মানীয় জয়িতা বসু খান জানালেন আজকের অনুষ্ঠান নিয়ে তাঁর সুন্দর মতামত। তিনি বলেন- অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই খুব ভালো কাজ করে চলেছে। আমি এই সংস্থাকে জানি। জয়ন্ত আমাদের খুবই পরিচিত ও আপন একজন। সে যেভাবে এই সংস্থাকে এগিয়ে নিয়ে চলেছে আমি তাকে এজন্য ধন্যবাদ জানাই।

সংবাদ প্রভাকর টাইমস-এর শ্রীবৃদ্ধি কামনা করলেন কিংশুক প্রামাণিক   

কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক ও সংবাদ প্রতিদিনের ডেপুটি এডিটর কিংশুক প্রামাণিক এদিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন- আমার এক সময়ের সহকর্মী অনিরুদ্ধ পাল যেভাবে সংবাদ প্রভাকর টাইমস নামে একটি পত্রিকাকে এগিয়ে নিয়ে চলেছে আমি তার জন্য তাকে অভিনন্দন জানাই। বিশেষ করে সে পত্রিকার নাম খুব সুন্দ্র রেখেছে। সংবাদ প্রভাকর বহু প্রাচীন পত্রিকা।প্রথম বাংলা দৈনিক পত্রিকা ছিল। সেই নামটি রেখে তার সঙ্গে টাইমস শব্দটি যোগ করে এক সুন্দর নাম দিয়েছে। বিশেষ করে পত্রিকাটিতে যে ধরনের লেখা তুলে ধরা হয়েছে – ভ্রমণ, পর্যটন, অসাস্মরিক বিমান পরিবহনের মতো সংবাদ তা খুবই ভালো। আমি এওই পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করি।

টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি করলেন এই ঘোষণা

ট্রাভেল এজেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি শুরুতেই জানিয়ে দেন তিনি ট্রাভেল ওয়ার্ল্ডের মানুষ। কাজেই সেই বিষয়েই তিনি বলবেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে অনিল পাঞ্জাবি জানান- প্রতি বছরেই ভ্রমণের ক্ষেত্রে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে। পরে তা সামলে নেওয়া হয়। এজন্য অনেক টাকা ক্ষতিও হয়। তবে এসবের মধ্যেও কিন্তু আমার দেশ ভারত একেবারে সুরক্ষিত আছে। আমি তাই বলব- আপনারা সকলে ভারতে আসুন ঘুরুন। কলকাতায় আসুন। কারণ আমার বাংলা খুব সুন্দর জায়গা।এখানকার পরিবেশ, এখানকার সংস্কৃতি আমাদের মুগ্ধ করে। তাই আপনারা বাংলায় ঘুরে যান। একই সঙ্গে তিনি সংবাদ প্রভাকর টাইমস-এর পাঠকদের জন্য এক বিশেষ পুরস্কার ঘোষণা করেন। যেখানে কিছু প্রশ্নের উত্তর দিতে পারলেই তিনি সফল উত্তরদাতাদের পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন।

রাজস্থানের পর্যটন আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু তুলে ধরলেন এই কথা

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু রাজস্থান-পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের পুরনো সম্পর্কের কথা তুলে ধরেন।প্রণাম জানালেন বাংলার মাটিকে। তিনি বলেন- জয়শলমীর ও পশ্চিমবঙ্গের সংস্কৃতি খুবই কাছের। গুরুদেব রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়ের মতো প্রথিতযশা ব্যক্তিদের সৃষ্টির মধ্যে জড়িয়ে আছে রাজস্থান-জয়শলমীর। এখানেই সোনার কেল্লা ও গুপি গায়েন বাঘা বায়েন সিনেমার শুটিং হয়েছিল।আজ সেই পশ্চিমবঙ্গের কলকাতায় আমি কর্মরত আছি।রাজস্থান পর্যটন বিকাশ নিগমের হয়ে।সেই কলকাতায় দাঁড়িয়ে আমি আজ সম্মানিত হতে পেরে গর্বিত মনে করছি। একই সঙ্গে তিনি সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পালের এখার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি রাজস্থান পত্রিকার প্রধান সম্পাদক রাজেন্দ্র শেখর ব্যাসেরও প্রশংসা করেন। একই সঙ্গে তিনি এদিন ‘স্বপ্ন উড়ান’ বই প্রকাশের প্রসঙ্গ টানতে গিয়ে লেখিকা অভিষিক্তা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন।লেখিকা যে প্রেক্ষাপটে বইটি লিখেছেন তার জন্য অভিষিক্তা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দনও জানান তিনি।

যাঁদের সম্মানিত করা হল

অনুষ্ঠানে সংবাদ প্রভাকর টাইমস ও অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন যৌথভাবে যে সমস্ত গুণিজনদের উত্তরীয় পরিয়ে ও তাদের হাতে স্মারক তুলে দিয়ে সম্মানিত করলেন তারা হলেন- জয়িতা বসু খান, কিংশুক প্রামাণিক, অনিল পাঞ্জাবি, হিঙ্গলাজ দন রত্নু, প্রসূণ দত্ত, জয়ন্ত সিংহ, রাজেন্দ্র শেখর ব্যাস, দীপা বন্দ্যোপাধ্যায়, জাহির আব্বাস মল্লিক, ভদ্রেশ্বর মল্লিক, শুভদীপ রায়চৌধুরী, কৌশীক দেব শর্মা, সুহা খান, সঞ্জয় বর্ণওয়াল, ডা. সৌমিত্র পন্ডিত।

Published on: ফেব্রু ১৪, ২০২০ @ ২৩:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 57 = 64