৩৯ তম সারা ভারত রেলওয়ে মহিলা হকি চ্যাম্পিয়ানশিপ

Main রাজ্য
শেয়ার করুন

এস পি টি নিউজ,হাওড়া,৩ রা জানুয়ারী,২০১৮- ৩৯ তম সারা ভারত রেলওয়ে মহিলা হকি চ্যাম্পিয়ানশিপে সেন্ট্রাল রেলওয়ে চ্যাম্পিয়ান হল। মঙ্গলবার রাচির হাতিয়ায় এ্যাস্ট্রো ট্রাফ গ্রাউন্ডে ফাইনাল খেলায় সেন্ট্রাল রেলওয়ে ৪-০ ব্যবধানে দক্ষিন পূর্ব রেলওয়ে কে পরাজিত করে। গত ২৮শে ডিসেম্বর থেকে শুরু হওয়া ৬ দিনের এই প্রতিযোগিতায় পশ্চিম রেলওয়ে তৃতীয় ও উত্তর রেলওয়ে চতূর্থ স্থান অর্জন করে।

দক্ষিন পূর্ব রেলওয়ে স্পোর্টস এসোসিয়েশন (এস ই আর  এস এ ) আয়োজিত ৬ দিন ব্যাপি এই প্রতিযোগিতায় দক্ষিন পূর্ব রেলওয়ে ছাড়াও উত্তর রেলওয়ে,পূর্ব মধ্য রেলওয়ে,মধ্য রেলওয়ে,পশ্চিম রেলওয়ে,উত্তর পূর্ব রেলওয়ে,উত্তর মধ্য রেলওয়ে,চিত্তরঞ্জন লোকমোটিভ ওয়াকর্স এবং রেল কোচ ফ্যাক্টরী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় জাতীয় ও আন্তজার্তিক স্তরের ২০০জন খেলোয়াড় অংশ নেয়।

প্রতিযোগিতায় দক্ষিন পূর্ব রেলওয়ের নিকি প্রধান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেটার এম এস ধোনী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যাবেজার এস এন আগরওয়াল প্রমূখ


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =