পুণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর, কাল বনধ ডাকলেন দলিত নেতা প্রকাশ আম্বেদকর

দেশ
শেয়ার করুন

Published on: জানু ২, ২০১৮ @ ২০:১২

এসপিটি নিউজ ডেস্কঃ মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাবিশ সোমবারের পুণের দাঙ্গায় যেখানে একজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে একটি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।পুণের দাঙ্গার রেশ ছড়িয়েছে মুম্বই পর্যন্ত। মঙ্গলবার উভয় গোষ্ঠী মারাঠী ও দলিত মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন শহরে রেল ও রাস্তা আটকে বিক্ষোভ দেখায়। যার ফলে বহু মানুষ নাকাল হন।

সর্বশেষ খবর অনুযায়ী,  এই ঘটনার জেরে সেন্ট্রাল রেল কুর্লা ও ভাসির মধ্যে রেল চলাচল স্থগিত রেখেছে এবং সিএসএমটি-কুর্লা ও ভাসি-প্যানেল বিভাগের মধ্যে বিশেষ সেবা চালু করেছে।

এই ঘটনার জেরে দোকান বন্ধ হয়ে এবং একটি জাতীয় সংবাদ চ্যানেলের একজন সিনিয়র সাংবাদিক আক্রান্ত হন। চেম্বুর, ভিখ্রোলি,, মানখুর্দ ও গোবান্দিতে আসা এইসব বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়ে যান সেই সাংবাদিক। প্রিয়দর্শিনী, কুর্লা, সিদ্ধার্থ কলোনি এবং অমর মহল এলাকায় ইস্টার্ন এক্সপ্রেস জাতীয় সড়কের শত শ’খানেক বিক্ষোভকারী মিছিল বের করে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।মুম্বাই পুলিশের জনসংযোগ আধিকারিক বলেন, চেম্বুর বা পূর্ব উপকূলে অন্যান্য স্থানে ১৪৪ ধারা এখনো আরোপিত হয়নি, যদিও চেম্বুরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।যদিও গোবান্দি ও চেম্বুর রেলওয়ে স্টেশনগুলিতে বিক্ষোভকারীরা স্থানীয় রেল পরিষেবা বন্ধ করে দিয়েছে।

বিক্ষোভকারীরা সিয়ন-পেনভেল জাতীয় সড়ক অবরোধ করে রাখে।মুম্বই পুলিশ টুইট করেছে যে, চেম্বুরের ট্র্যাফিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা এক বিবৃতিতে জানিয়েছে, “গুজব ছড়াবেন না।” বিক্ষোভের কারণে পূর্বাঞ্চলীয় এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যহত হয়েছে। একই অবস্থা চেম্বুর নাকিরও। তবে আতঙ্কের কোনও কারণ নেই।সামাজিক মিডিয়াতে কিছু পোস্ট করার আগে গোটা বিষয়টি ভালভাবে যাচাই করে নেবেন”।

সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুনিল উদাসি বলেন, বিক্ষোভকারীরা শহরতলীর ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে রেলের কোনও সম্পর্ক নেই।মিডিয়ার রিপোর্টে বলা হয় মুম্বইয়ের ঘাটকপাড়ে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়েছে এবং দোকানগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে। পুণের হাদাপসার ও ফুরসুঙ্গিতে বাস ভাঙচুর করার খবর ছিল। আহমেদাবাদের বাসগুলি বিক্ষিপ্তভাবে স্থগিত করে দেওয়া হয়েছে।

বুধবার রাজ্যব্যাপী বনধের ডাক দিয়েছেন দলিত নেতা প্রকাশ অম্বেদকর, যখন ভারতীয় রিপাবলিকান পার্টির কর্মীরা থানেতে বিক্ষোভ মিছিল করে।

অ্যাংলো-মারাঠা যুদ্ধের ২00 তম বার্ষিকী পালনের সময় কোরেগন-ভীমায় গ্রামে সহিংসতা সংঘটিত হয় গতকাল, যেখানে একজনের মৃত্যু হয়।সূত্রঃদ্য ক্রোনিক্যাল ছবিঃ ডিএনএ

Published on: জানু ২, ২০১৮ @ ২০:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 − = 41