বিকানেরে রাজকীয়ভাবে কুণাল-ভাবনার বিবাহ সম্পন্ন, ছিলেন দেশ-বিদেশের বিশিষ্টরা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৬, ২০২৫ at ২০:৩৪

এসপিটি নিউজ, বিকানের ও কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিংলাজ দন রতনুর পুত্র এবং প্রাক্তন জায়গীরদার ঠাকুর ভানওয়ার পৃথ্বীরাজ জি রতনুর প্রপৌত্র চিরঞ্জীবী কুণাল রতনুর শুভ বিবাহ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক ও আনন্দের সাথে রাজকীয়ভাবে উদযাপিত হল।

জানা যায় যে, কুণাল রতনু হলেন মরিশাসের জাতীয় সন্ত এবং মরিশাসের গান্ধী স্বামী কৃষ্ণানন্দ জি মহারাজের সুপৌত্র। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিশাসের রাষ্ট্রদূত, হাইকমিশনার মহামান্য হেমান্দয়াল দিলম, ফিজি প্রজাতন্ত্রের ডেপুটি হাইকমিশনার মিঃ নীলেশ। ভারতের রেলপথ মন্ত্রণালয়ের স্বাস্থ্য (অবসরপ্রাপ্ত) নির্বাহী পরিচালক কে.আর. রোহিলা, রাজস্থান সরকারের রাজস্থান ঐতিহ্য সংরক্ষণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. হনুমান সিং সান্ধু, রাজস্থান সরকারের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান  ওঙ্কার সিং লাখাওয়াত, দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন  এইচ.আর. কুডি, অ্যাডভোকেট রাকেশ কোচার সহ বিকানের শহরের শত শত বিশিষ্ট ব্যক্তিরা।  সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নব দম্পতিকে শুভেচ্ছা জানান।

ক্ষত্রিয় সভার সভাপতি স্বামী রামেশ্বরানন্দ জি মহারাজ, বেওয়ারের অজিত সিং চন্দরুন, সি.এ. প্রহ্লাদ ঝুরিয়া, কবি কল্যাণ সিং শেখাওয়াত, কবি কৈলাস দান কাব্য, রাও রাজা সজ্জন সিং কুরাবাং (মেওয়াড়),রবি জৈন, ডঃ ঘনশ্যাম নাথ কচ্ছওয়া, ডঃ গজাদান চরণ, নয়াদিল্লির  নরেশ চরণ হরিয়ানভি,  ওমপ্রকাশ জি কিনিয়া প্রাক্তন ব্যাংক কর্মকর্তা, বরুন্ডা সরপঞ্চ  নরেন্দ্র দেথা, রাজস্থানী ভাষা সাহিত্য একাডেমির প্রাক্তন সচিব  পৃথ্বীরাজ রতন, প্রাক্তন আর.এ.এস.  প্রভু দান চরণ, বিক্রম সিং রাজাওয়াত, ডঃ কুলদীপ বিথু প্রমুখ উপস্থিত ছিলেন। ছিলেন প্রাক্তন  আরপিএস নারায়ণ দান চরণ।

উল্লেখ্য যে, এই বিয়ে চুন্ডাসারের সুখদেব সিং সান্ধুর কন্যা ভাবনার সাথে সম্পন্ন হয়েছে।

Published on: ফেব্রু ২৬, ২০২৫ at ২০:৩৪


শেয়ার করুন