১৯শে ৪২-এ ৪২টি নেবঃ একুশের মঞ্চে মমতার অঙ্গীকার- বিজেপি ভারত ছাড়

দেশ রাজ্য
শেয়ার করুন

  • ঊনিশে বিয়াল্লিশে বিয়াল্লিশটাই জিতবে তৃণমূল কংগ্রেস।
  • ঊনিশে জানুয়ারি ব্রিগেডে সর্বভারতীয় নেতাদের নিয়ে দেশ থেকে বিজেপি হঠানোর শপথ।
  • আগামী একুশে জুলাই হবে ভারত জয়ের একুশে জুলাই।
  • বিজেপি-র সভায় প্যান্ডেল ভেঙে গিয়েছে এটা বড় কথা নয়, এরা তো দেশ ভেঙে দিচ্ছে।

অনিরুদ্ধ পাল

Published on: জুলা ২১, ২০১৮ @ ১৬:১৬

এসপিটি নিউজ, কলকাতা, ২১ জুলাইঃ সামনেই লোকসভা ভোট। তার আগে একুশে জুলাই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কি অঙ্গীকার নেন সেদিকেই সবাই তাকিয়ে ছিল। বিজেপি বিরোধীর ডাক যে তিনি দেবেন সেটাও অনেকেই অনুমান করেছিল। আর সেটাই তিনি জোরালো ভাবে করলেন। বিজেপি-কে ভারত ছাড়া গদিচ্যুত করার চ্যালেঞ্জ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার-২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৪২টি নেবে তৃণমূল কংগ্রেস।একই সঙ্গে তিনি ঘোষণা করে দিলেন ২০১৯ সালের ১৯শে ফেব্রুয়ারি ব্রিগেডে তিনি দেশের সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে একজোট করবেন সর্বভারতীয় নেতৃত্বকে নিয়ে এসে সভা করার কথা ঘোষণা করেন।

এদিনের সভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলেন-

১)একুশের অঙ্গীকার- ২০১৯ সালের লোকসভা ভোটে বিয়াল্লিশে ৪২টাই নেব।

২)আগামিদিনে পথ দেখাবে বাংলা।

৩)আমাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে আত্মবিশ্বাস আছে, শৃঙ্খলা আছে, লক্ষ্য আছে, আদর্শ আছে।

৪)আমরা অত্যাচারের বাঁধ ভেঙে দেওয়ার কথা বলি।

৫)বাংলা সবাইকে নিয়ে আগামিদিনে পার্লামেন্ট দখলের পথ দেখাবে।

৬)২০১৯ সালের ১৯শে জানুয়ারি ব্রিগেডে সর্বভারতীয় নেতাদের নিয়ে এসে এক সভা করব। যে সভায় দিল্লি থেকে সারা ভারত থেকে বিজেপি হঠানোর অঙ্গীকার নেওয়া হবে। যে সভা থেকে ভারত সরকার দখলের ডাক দেওয়া হবে।

৭)বিজেপি হঠাতে সমস্ত রাজনৈতিক দল এক হোন।

৮)আমরা চেয়ারকে কেয়ার করি না, দেশকে কেয়ার করি, মানুষকে কেয়ার করি।

৯)তামিলনাড়ুতে এআইডিএমকে জিতবে না, জিতবে স্টালিনের ডিএমকে।

১০)আগামী একুশে জুলাই হবে ভারত জয়ের একুশে জুলাই।

 তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে রাজ্যের উন্নয়ন ঘটিয়ে চলেছেন এদিনের একুশের মঞ্চে দাঁড়িয়ে সেকথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন-

১১)আমরা ৩০ লক্ষ কৃষক পরিবারকে ত্রাণ দিয়েছি।

১২)তৃণমূল কংগ্রেস আপনাদের পাহারাদার।

১৩)ট্রেন ভাড়া করে আপনাদের আমরা নিয়ে আসতে পারি না।

১৪)একটা ট্রেন ভাড়া করতে খরচ লাগে ২২ লক্ষ টাকা।

১৫)কষ্ট করে আসতে গিয়ে আজ একজন কর্মী কাটা পড়ে মারা গেছেন।

১৬)বাংলায় আজ কন্যাশ্রী, রূপশ্রী, সবুসাথীর মতো একাধিক জনমুখী প্রকল্প মানুষের উন্নয়ন ঘটিয়েছে।

১৭)৫৮ লক্ষ গরিব ভাই-বোন আজ স্কলারশিপ পাচ্ছে।

১৮)বাংলায় আজ বেকার ৪০ শতাংশ কমে গেছে।

 বিজেপি-র বিরুদ্ধে সরব হন মমতা। বলেন-

১৯)দেশজুড়ে তারা এক তালিবানি সাম্প্রদায়িকতা, তালিবানি উগ্রপন্থা কায়েম করেছে।

২০)ত্রিপুরার ফর্মুলা বাংলায় প্রয়োগের চেষ্টা সফল হবে না কোনওদিন।

২১)আমরা ভুলিনি সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, একুশে জুলাই।

২২)এ রাজ্যে সিপিএম-কংগ্রেস-বিজেপি এক সঙ্গে লড়াই করছে।

২৩)স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত কন্যাকুমারী আজ আরএসএস দখল নিচ্ছে।

২৪)দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যেসব রাজ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে সেসব রাজ্যের প্রশাসনকে কড়া হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। আরে আগে তো আপনারা নিজের দলের সভাপতির মুখে লাগাম টানুন। তাকে নিয়ন্ত্রণ করুন। নিজের দলের সভাপতিকেই যেখানে নিয়ন্ত্রণ করতে পারেন না সেখানে এসব বন্ধ হবে কিভাবে?

২৫)আরএসএস-এর লোকজন বহু জায়গায় ঢুকে পড়ে লোকজনকে উস্কাচ্ছে। তারা টাকা ছড়াচ্ছে। তাদেরকে চিহ্নিত করুন। পুলিশকে খবর দিন।

২৬)এখানে পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতলে প্রশ্ন ওঠে। তাহলে উত্তরাখণ্ডে যখন ৭০ শতাংশ আসনে বিনা লড়াইতে জয়ী ঘোষণা করা হয় কিংবা সিকিমে ৮০ শতংশ আসনে যখন বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী ঘষণা করা হয় তখন তা নিয়ে প্রশ্ন ওঠে না কেন?

২৭)বিজেপি ভোট নিতে বাইক দিচ্ছে, ফোন দিচ্ছে, মিথ্যে কথা বলছে।

২৮)১০০ ভোট এক হাজার টাকা দিয়ে কেনা যায়, কিন্তু মনে রাখতে ১০ কোটি ভোট কেনা যায় না।

২৯)বিজেপি-র সভায় প্যান্ডেল ভেঙে গিয়েছে এটা বড় কথা নয়, এরা তো দেশ ভেঙে দিচ্ছে।

 একুশের মঞ্চ থেকে মমতার দলীয় কর্মসূচী ঘোষণা-

৩০)২৮শে জুলাই মেদিনীপুরে যে স্থানে বিজেপি সভা করতে গিয়ে প্যান্ডেল ভেঙে পড়েছিল সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস সভা করবে। যে সভায় বক্তা হিসেবে হাজির থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী।

৩১)১আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা রাজ্য জুড়ে সাম্প্রদায়িক শক্তি বিজেপি হঠাও-এর দাবিতে মিটিং-মিছিল চলবে।

৩২)৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন। ওইদিন আবার আদিবাসী দিবস। ওই দিনের সভায় আমি হাজির থাকবো। ওই দিনেই বিজেপিকে ভারত ছাড়া করার অঙ্গীকার নিতে হবে।

৩৩) নভেম্বর মাস থেকে শুরু করে দিতে হবে “বিজেপি হঠাও দেশ বাঁচাও” এর সভার প্রস্তুতি। ১৯শে জানুয়ারি ব্রিগেডে যা পুর্ণ রূপ নেবে।ছবি-ফেসবুক

Published on: জুলা ২১, ২০১৮ @ ১৬:১৬

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + = 4