রাজ্যে নারী শিক্ষার প্রসারে রাষ্ট্রপতির মুখে মমতার সরকারের প্রশংসা

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

Published on: জুলা ২০, ২০১৮ @ ২৩:৫৮

এসপিটি নিউজ, খড়্গপুর, ২০জুলাইঃ উচ্চ শিক্ষায় আরও বেশি করে মেয়েদের উপস্থিতি দরকার। সে বিষয়ে শুক্রবার রাষ্ট্রপতি রামলাল কোবিন্দ নিজের মত ব্যক্ত করেন। খরগপুর আইআইটি সমাবর্তন অনুষ্ঠানে হাজির থেকে তিনি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি এ রাজ্যে নারী শিক্ষার প্রসারে যে কাজ হচ্ছে তার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি এদিন বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই তিনি গিয়েছেন সেখানেই তিনি দেখেছেন মেয়েরাই বেশি মেডেল পাচ্ছেন। কিন্তু খড়্গপুরে তেমনটা দেখা গেল না। আগামিদিনে এটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে কতৃপক্ষকে নির্দেশ দেন।

একই সঙ্গে তিনি এদিন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নারী শিক্ষার প্রসারে যেভাবে কাজ করে চলেছে তার প্রশংসা করেন। তিনি বলেন, নারী শিক্ষার প্রসারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে। যার ফলে মেয়েরা পড়াশুনোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, আগামিদিনে সারা পৃথিবীর মধ্যে খড়্গপুর আইআইটি সেরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করবে। ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াশুনো করে দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে ১১হাজার ৬৮৩জন ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Published on: জুলা ২০, ২০১৮ @ ২৩:৫৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 5