অভিষেকের খোঁচা বিজেপিকে-২০১৮তে প্যান্ডেল ভেঙেছে ২০১৯এ ভাঙবে সরকার

রাজ্য
শেয়ার করুন

২০১৯ বিজেপি হবে ফিনিশ

যে প্যান্ডেল সামলাতে পারে না সে সামলাবে বাংলা

আগে প্যান্ডেল সামলা তারপর ভাবিস বাংলা

Published on: জুলা ২১, ২০১৮ @ ১৭:৪০

এসপিটি নিউজ, কলকাতা, ২১জুলাইঃ খুব অল্প সময় পেয়েছিলেন বক্তৃতার জন্য। কিন্তু সেই সামান্য সময়ে তিনি দলের কর্মী-সমর্থকদের মধ্যে দাগ কেটে গেলেন। পশ্চিম্বঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যাএর বক্তৃতা জুড়ে ছিল বিজেপি বিরোধী কথা। ২০১৯ সালের লোকসভা ভোতে যে বিজেপি এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হতে চলেছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে নিয়ে এগোতে শুরু করেছে। আর তাই একুশের মঞ্চ থেকেই বিজেপিকে খোঁচা দিতে শুরু করলেন যুব সভাপতি।

এদিনের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমরা সকলে আজ উপস্থিত হয়েছি সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দিক নির্দেশিকা এবং নির্দেশাবলী নেব বলে।আমরা সকলেই একুশের জুলাইয়ের দিনটায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে উপস্থিত হয়ে থাকি।তার কারণ হচ্ছে এই একুশে জুলাইকে কেন্দ্র করে আমাদের সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের কি কর্মসূচি হবে আমাদের কর্মী-সমর্থকরা বিভিন্ন প্রান্ত থেকে এসে আমাদের নেত্রীর থেকে দিক নির্দেশিকা নেবে বলে ধীর আগ্রহে থাকে।এই আন্দোলনের পীঠস্থান এই ধর্মতলার বুকে আমরা একুশে জুলাই প্রতি বছর করি। এবং প্রতি বছর আমরা নতুন করে শপথ নি। অঙ্গীকার বদ্ধ হই।

অভিষেক বলেন, একুশে জুলাই মাথায় রাখবেন একটি শব্দ বা তারিখ নয় একুশ একটি আন্দোলনের সীমারেখা নয়। একুশ হচ্ছে আবেগ, একুশ হচ্ছে অহঙ্কার, একুশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচয়। একুশে জুলাই জানে না সেই কর্মীদের করা যোগ্যতা নেই বলে। গত একুশে জুলাই আমরা শপথ নিয়েছিলাম-আগামী পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলকে সামনে রেখে এবং রাজ্য সরকারের বিপুল কর্মকান্ড ও উন্নয়নকে সামনে রেখে আমরা একক ভাবে লড়ে জেলা পরিষদে জিতব। ২০টি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস এককভাবে দখল করেছে।

আগামিদিন এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে আগামিদিন ৪২-এ ৪২ ২০১৯ বিজেপি ফিনিশ। এই হচ্ছে আমাদের শপথ। একথা আপনাদের মাথায় রাখতে হবে। বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন-প্রাণ দিতে রাজী আছি জীবন দিতে রাজী আছি। জীবন দেব প্রাণ দেব কিন্তু মাথা নত তৃণমূল কংগ্রেস করবে না। যারা ভাবছেন তৃণমূল কংগ্রেসকে ধমকে-চমকে ভয় দেখিয়ে সিবিআই দিয়ে ইডি দিয়ে দমিয়ে রাখা যাবে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে তোমাদের সিবিআই-ইডি আগামিদিন কাঁচকলা করবে। আমরা রক্ত দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত কিন্তু মানুষের পেটে যদি আঘাত করে আমরা ছেড়ে কথা বলব না।

কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসছিলেন। আমি তাঁর প্রতি সম্মান জানাই। তিনি কৃষক সমাবেশ করে গেছেন। সেখানে একজন কৃষককেও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। নামেই কৃষক সমাবেশ। একটা সমাবেশ করতে গিয়ে আমরা কি দেখলাম-প্যান্ডেল ভেঙে পড়ল। যে প্যান্ডেল সামলাতে পারে না সে বাংলা সামলাবে! এই হচ্ছে তাদের অবস্থা।

আমি বলে যাই দায়িত্ব নিয়ে- ২০১৮য় প্যান্ডেল ভেঙেছে ২০১৯-এ সরকার ভাঙবে। এটা মাথায় রাখতে হবে। আর দিলীপবাবুরা বলছে -এবার বাংলা পারলে সামলা। আমি বলি-আগে প্যান্ডেল সামলা তারপর ভাবিস বাংলা।

Published on: জুলা ২১, ২০১৮ @ ১৭:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 87 = 91