১৫ ফেব্রুয়ারি শিলদা কাণ্ডের অষ্টম বর্ষ পূর্তির দিনেই মুখ্যমন্ত্রীর সভা ঘিরে উৎসাহী বেলপাহাড়ি

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল   

Published on: ফেব্রু ১১, ২০১৮ @ ০০:২১            

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১০ জানুয়ারিঃ তিনি মানুষের কথা বলেন।মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করার কথা বলেন।তাঁর কাছে পাহাড় আর জঙ্গলমহল এক সূত্রে গাঁথা। তিনি চান, এই দুই জায়গা সারা বাংলার সঙ্গে হাসতে থাকুক। তাই এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য জঙ্গলমহলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার তিনি বেলপাহাড়িতে সভা করবেন বলে ঠিক আছে।আর এই সভারও বিশেষ তাৎপর্য আছে। কারণ, ঠিক আট বছর আগে এই ১৫ ফেব্রুয়ারি শিলদা ইএফআড় ক্যাম্পেড় ২৪ জন জওয়ানকে হত্যা করেছিল মাওবাদীরা। তারপর থেকে এই দিনটিকে পুলিশ স্মরণ করে থাকে। তাই সেই দিনে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে স্বভাবতই উৎসাহী বেলপাহাড়ি।

শিলদা-কাণ্ডের অষ্টম বর্ষপূর্তির দিন বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভাকে ঘিরে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি দিনদুপুরে বেলপাহাড়ি ব্লকের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা। নিহত হন ২৪ জন ইএফআর জওয়ান। ওই ঘটনার স্মরণে প্রতি বছর শিলদায় পুলিশের উদ্যোগে শহিদ স্মরণের অনুষ্ঠান হয়।

আগামী ১৫ তারিখ হেলিকপ্টারে বেলপাহাড়িতে পৌঁছনোর কথা তাঁর। সেখানকার ফুটবল মাঠে প্রশাসনিক জনসভা করবেন তিনি। শুক্রবার বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে যান ঝাড়গ্রামের জেলাশাসক আর অর্জুন।  পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, ঝাড়গ্রামের পুলিশ সুপার রাঠোর অমিতকুমার ভরত-সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। পরিদর্শনকারী দলে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতিও।

অজিতবাবু জানান, ১৫ তারিখ বেলপাহাড়ির প্রশাসনিক জনসভায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের হাতে নানা উন্নয়ন পরিষেবা তুলে দেবেন। ঝাড়গ্রামের জেলাশাসক বলেন, “মুখ্যমন্ত্রী দু’দিনের জেলা সফরে আসছেন।”

বেলপাহাড়ির সভা সেরে সড়ক পথে ঝাড়গ্রামে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। সেখানে পর্যটন দফতরের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে রাতে থাকার কথা তাঁর। পরদিন ১৬ তারিখ ঝাড়গ্রাম এসপি অফিসে জেলার উন্নয়ন বিষয়ক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে জেলার ৮টি ব্লকের বিডিও এবং ৯টি থানার আধিকারিক সহ জেলার সমস্ত স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা থাকবেন। বৈঠক সেরে ওই দিন হেলিকপ্টারেই ফেরার কথা মুখ্যমন্ত্রীর।ফাইল ছবি

Published on: ফেব্রু ১১, ২০১৮ @ ০০:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 80 = 84