সিআইডি-কে ভারতীর চ্যালেঞ্জঃ আমি আপনাদের ভয় পাই না, সাহস থাকলে প্রেসের সামনে সরাসরি বলুন

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

Published on: ফেব্রু ১১, ২০১৮ @ ০১:০৭

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারিঃ সাম্প্রতিককালে এমন ঘটনা দেশের অন্য কোথাও হয়েছে বলে অন্তত খবর পাওয়া যায়নি।যাখানে রাজ্যের এক সময়ের অত্যন্ত ‘জনপ্রিয়’, ‘দক্ষ’ প্রাকতন আইপিএস অফিসারের পিছনে সিআইডি দৌড়ে বেড়াচ্ছে আর তিনি অন্যত্র বসে অডিও বার্তায় নিজের হতাশা-ক্ষোভ-উদ্বেগ প্রকাশ করছেন। আর তেমনটাই ঘটেছে। সেই প্রাকতন আইপিএস অফিসার ভারতী ঘোষ শনিবার এক অডিও বার্তায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি তিনি সিআইডি-র বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়েছেন। তিনি বলেছেন, “আমি আপনাদের ভয় পাই না। আপনাদের ক্ষমতা থাকলে প্রেসের সামনে সরাসরি বলুন।”

প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের এই অডিও বার্তা সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অডিও বার্তায় ভারতী বলেন,”রাজ্যের শাসক দল আমাকে বিপদে ফেলার জন্য তার সমস্ত রাষ্ট্রশক্তিকে আমার পিছনে লাগিয়েছে। আমার ভাবমূর্তিকে কলঙ্কিত করছে, আমাকে বিপদে ফেলার চক্রান্ত করছে। সিআইডি আমার বাড়ি থেকে যে জমি ও বাড়ির দলিল নিয়ে গেছে তার ইঙ্কামট্যাক্স রিটার্ন আছে। ঐগুলি সমস্ত বৈধ।সিআইডি-র ক্ষমতা থাকলে একটা দলিল অবৈধ তা প্রমাণ করুক। আমার বাড়ি থেকে জমি ও বাড়ির দলিল নিয়ে যাওয়ার কোন অধিকার সিআইডি-র নেই।”

এখানেই থেমে থাকেননি মাওবাদী দমনকারী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। সিআইডির-বিরুদ্ধে তোপ দেগে ঐ অডিও বার্তায় তিনি বলেন,সিআইডি আমার পিছনে কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। আমার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল গরু পাচারকারী ইউনিস আলী মণ্ডলকে দিয়ে মিথ্যা কেস করিয়েছে। যে কেস মহামান্য কলকাতা হাইকোর্ট ডিসমিস করে দিয়েছিল”

সিআইডি যেভাবে তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করেছে ভারতীর অডিও বার্তায় তাও উঠে আসে। তিনি বলেন,”১ ফেব্রুয়ারি থেকে সিআইডি মাদুরদহের ফ্ল্যাটে ঘাঁটি গেড়ে বসে থাকল। যার ফ্ল্যাট থেকে সিআইডি টাকা উদ্ধার করল তাকে গ্রেফতার না করে তাকে দিয়ে আমার স্বামীর বিরুদ্ধে মিথায় অভিযোগ করাল। আমার স্বামী নাকি ভয় দেখিয়ে ঐ ব্যক্তির ফ্ল্যাটে টাকা রেখেছিল।”

অডিও বার্তায় ভারতী ঘোষের প্রশ্ন, তাহলে তখন কেন ঐ ব্যক্তি পুলিশকে জানাল না? একই সঙ্গে তাঁর অভিযোগ, “সিআইডি মিডিয়াকে মিসগাইড করছে।” সিআইডিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রাক্তন আইপিএস অফিসারের হুঙ্কার- “আমি আপনাদের ভয় পাই না। আপনাদের ক্ষমতা থাকলে প্রেসের সামনে সরাসরি বলুন। আমার বিরুদ্ধে মিথ্যা কেস করে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমাকে মিথ্যা কেস দিয়ে সত্যকে চাপা রাখা যাবে না। সত্য একদিন প্রমাণিত হবেই। আমি উচ্চ আদালতে যাব। আমি এই বলে থামছি। বাংলার মানুষ সব কিছুই দেখছেন। তারা বিচার করবেন। আদালতে দেখা হবে।” ‘জয় হিন্দ’ বলে ভারতী ঘোষ তার অডিও বার্তাটি শেষ করেন।

Published on: ফেব্রু ১১, ২০১৮ @ ০১:০৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 + = 75