Published on: আগ ১৪, ২০১৮ @ ২১:২২
এসপিটি নিউজ ডেস্কঃ প্রতি বছরই ভারত সরকার স্বাধীনতা দিবসে দেশের বীর সেনাদের সম্মানিত করে থাকে। এবারেও ৭১তম স্বাধীনতা দিবসে আগামিকাল বেশ কয়েকজন জওয়ানকে সম্মানিত করা হবে। আর তার মধ্যে ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলের শহিদ জওয়ান ঔরঙ্গজেব ও মেজর আদিত্য কুমারকে শৌর্যচক্রে সম্মানিত করা হবে।
জেনে রাখা ভাল জওয়ান ঔরঙ্গজেবকে গত ১৪ই জুন জঙ্গীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল। তাঁকে হত্যা করার আগে ভিডিও করেছিল জঙ্গীরা। সে ছুটিতে বাড়ি ফিরছিল। ঔরঙ্গজেবের বাবা হানিফ একজন অবসর প্রাপ্ত সেনা কর্মী। ২০১৪ সালে ঔরঙ্গজেবের কাকাকেও জঙ্গীরা হত্যা করে।
জঙ্গীরা ঔরঙ্গজেবকে অপহরণের পর গুলি করে মারার পর তাঁর দেহ ফুলওয়ামা জেলার গুসসু এলাকায় ফেলে দিয়ে চলে যায়। তাঁর শরীরে, ঘাড়ে একাধিক গুলির চিহ্ন মেলে।
গাড়োয়ালের মেজর আদিত্য কুমার জম্মু-কাশ্মীরে আছেন। তিনি জঙ্গীবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত ২৭শে জানুয়ারি কাফিলায় জঙ্গীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিরছিলেন। এইসময় বেশ কয়েকজন তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তখন নিজের জীবন বাঁচাতে জওয়ানরা পালটা গুলি চালাতে শুরু করে।এতে তিন পাথরছোঁড়া হামলাকারীর মৃত্যু হয়।এরপর জম্মু-কাশ্মীর সরকার মেজর আদিত্য ও তাঁর সাথীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয়।
মেজর আদিত্যর বাবা লেফটন্যান্ট কর্ণেল করমবীর সিং এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়-এই পরিস্থিতে যদি মেজর আদিত্যের বিরুদ্ধে মামলা চলতে থাকে তবে সেনা ও জওয়ানদের মনোবলে ধাক্কা লাগবে। তাঁর বীরত্বের জন্য এবার তাঁকেও শৌর্যচক্রে সম্মানিত করা হতে চলেছে।
Published on: আগ ১৪, ২০১৮ @ ২১:২২