শুভেন্দুর চ্যালেঞ্জঃ উলুবেড়িয়া উপ-নির্বাচনে ফল বেরোবার আগেই গণনাস্থল ছেড়ে পালাবে বিজেপি আর বাম প্রার্থী হারবে ৪ লাখেরও বেশি ভোটে

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৭, ২০১৮ @ ২২:৪৭

এসপিটি নিউজ, উলুবেড়িয়া, ২৭ জানুয়ারিঃ সবং উপ-নির্বাচনে তাঁর ভূমিকা সকলেই দেখেছেন। প্রথম দিন থেকে তিনি বলে গেছিলেন সবং-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী গতবারের চেয়ে রেকর্ড ভোটে জিতবে। বলেছিলেন বুথে লোক খুঁজে পাবে না বিজেপি। ফলাফল বের হওয়ার পর দেখা গিয়েছিল পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেছে। উলুবেড়িয়া লোকসভার উপ-নির্বাচনে তিনি দায়িত্বে নেই। কিন্তু তাঁর সাংগঠনিক দায়িত্ববোধ থেকে প্রচারের শেষ দিনে তিনি যা বলে গেলেন তা মিলে গেলে এখানেও কিন্তু এক নয়া নজির গড়বেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ। এদিনের সভাতেও শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ-ফলাফল ঘোষণার আগেই বিজেপি গণনাস্থল থেকে পালাবে এবং বাম প্রার্থী ৪ লাখের বেশি ভোটে হারবে।

এদিনের প্রচার সভায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন বিরোধীদের প্রতি যথেষ্ট আক্রমনাত্মক। মুকুল রায়ের নাম না করে তিনি ফের বলেন, তৃণমুলের ফেলে দেওয়া নেতাদের আস্তাকুড় থেকে বিজেপি কুড়িয়ে নিয়ে এসে দলে জায়গা করে দিচ্ছে। নিজের মত ব্যক্ত করে তিনি বলেন, বর্তমানে বিজেপি দলটাকে দেখে এখন বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানি ভয় পাচ্ছেন। রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন-ভোট গণনার দিন ফলাফল ঘোষণার আগেই বিজেপি গণনাস্থল থেকে পালাবে এবং বাম প্রার্থী ৪ লাখের বেশি ভোটে পরাজিত হবেন।

শুভেন্দুর সুরেই বিরোধীদের কটাক্ষ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, আমাদের দলের সাইড লাইনের বাইরে বসে থাকা প্লেয়ারকে দলে টেনে নিয়ে বিজেপি এখন বাংলা দখলের স্বপ্ন দেখছে। শনিবার বিকালে ফুলেশ্বর বাসষ্ট্যান্ডে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আয়োজিত এক জনসভায় বিজেপি নেতা মুকল রায়কে কটাক্ষ করতেও ছাড়েননি ফিরহাদ।

তাঁর অভিযোগ, রাজ্যে এখন সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে। তারা ভারতমাতার পুজো করে রাজ্যের মানুষকে দেশপ্রেম শেখাচ্ছে। এদের থেকে সকলকে সাবধানে থাকার য়াহ্বান জানানোর পাশাপাশি বিরোধীদের সমালোচনাতেও সরব হন তিনি।

ক্ষোভ প্রকাশ করে ফিরহাদ অভিযোগ করেন, কংগ্রেস আর সিপিএম এক হয়ে ভিতর থেকে বিজেপিকে মদত দিচ্ছে। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর সেরা বন্ধু বলে কটাক্ষ করতেও পিছপা হননি। ফিরহাদ বলেন, বাংলার মানুষকে সম্মান দিযেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই সেই সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।এদিনের জনসভা থেকে পুরমন্ত্রী জানান, বৌদি এখন দাদার দায়িত্ব নিয়েছেন। সুতরাং তাঁকে জেতা্নোর দায়িত্ব আমাদের সকলের।

এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ আহমেদ হাসান ইমরান,বিধায়ক পুলক রায়,বিধায়ক হায়দার আজিজ সফি,বিধায়ক ডা নির্মল মাজি, অভিনেত্রী নুসরত জাহান। এদিন বানীবনের ঘোড়াদের মাঠে আরও একটি জনসভা করেন দুই মন্ত্রী।

Published on: জানু ২৭, ২০১৮ @ ২২:৪৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2