MINI WORLD হয়ে উঠেছে মায়াপুর ইসকনঃ শুরু হয়ে গেছে দোল উৎসব

দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১৮, ২০১৯ @ ০৯:০৬

এসপিটি নিউজ, মায়াপুর, ১৮ মার্চঃ এক মহা উৎসবের মধ্যে দিয়ে চলেছে মায়াপুর ইসকন। প্রায় এক মাস ধরে হয়ে চলেছে এই মহা উৎসব। যে উৎসবে সামিল হওয়ার জন্য সারা বিশ্বের অগণিত বৈষ্ণব ভক্তরা সম্বেত হয়েছেন। যা দেখাটাও একটা অভিনব ব্যাপার। শুধুমাত্র একটি সংস্থার আয়োজনে এমন সুন্দর আয়োজন কিন্তু সারা বিশ্বের কাছে আমাদের শাশ্বত বাংলার চিরাচরিত রূপকেই সামনে নিয়ে এসেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে দোল উৎসবও।গত ২৭শে ফেব্রুয়ারি থেকে এই উৎসব শুরু হয়েছে চলবে ২১শে মার্চ পর্যন্ত। এই সংবাদ দিয়েছেন মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস।

১০০টি দেশ থেকে প্রায় ৫০০০ বিদেশি ভক্ত এসেছেন

১) এ এক রেকর্ড। শুধু মাত্র একটি স্থানে ইসকনের সদর কার্যালয়ে আয়োজিত প্রায় এক মাস ধরে হয়ে চলেছে কত না অনুষ্ঠান। কি নেই সেখানে-বিশ্ব বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মন্ডল পরিক্রমা(৭২ কিমি.), বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকা বিহার, রথযাত্রা, বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, সেমিনার, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ভক্তদের গলায় বিভিন্ন ভাষায় ভজন-কীর্তন, মনোমুগ্ধকর নাটক, সঙ্গীত, দৃষ্টিনন্দন প্রদর্শনী, গঙ্গা পুজো, রাধামাধবকে হাতির পিঠে চাপিয়ে মন্দির চত্বর পরিক্রমা সঙ্গে বিনামূল্যে প্রসাদ বিতরণ।

২) জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলছিলেন- এ বছর ১০০টি দেশ থেকে প্রায় ৫০০০ বিদেশি ভক্তের আসার কথা। এখানে কোনও ভেদাভেদ নেই। সকলেরই কৃষ্ণ নাম করার অধিকার আছে। সকলেই এই উৎসবে সামিল হতে পারবেন।

৩) এই উৎসব উপলক্ষ্যে মায়াপুর ইসকন মন্দির চত্বরকে আলোকমালায় সজ্জিত করা হয়েছে। গোটা মন্দির চত্বর এলাকাজুড়ে পরিলক্ষিত হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেমে গোটা মায়াপুর মুখরিত। এত মানুষের ভিড় হচ্ছে যে সকলের প্রতি সেভাবে নজরও রাখা হচ্ছে। কোথাও কোনও সমস্যা নেই। প্রশাসনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এ যেন সত্যি হয়ে উঠেছে এক MINI WORLD .

২১শে মার্চ শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস

১) উৎসবের শেষ দিন অর্থাৎ ২১শে মার্চ আবার শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। ওইদিনই আবার বসন্ত উৎসব। দোল পূর্ণিমা। সর্বত্র রং আর আবিরের ছড়াছড়ি। যদিও ইসকনে রং আর আবিরের চল নেই। রসক গৌরাঙ্গ দাস জানালেন- “বাহ্যিক রং -এ না রাঙিয়ে কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার জন্য চলে সাধনা। সন্ধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সময়ে দেওয়া হয় পুষ্পাঞ্জলি এবং প্রার্থনা করা হয় বিশ্ব শান্তি ও কল্যানের জন্য।” সেই দিন মন্দির চত্বরে অনেক বেশি ভিড় হওয়ার সম্ভাবনা আছে।

ইতিমধ্যে যা হয়ে গেছে-

  • ১লা মার্চ পঞ্চতত্ত্বের মহাভিষেক হবে।
  • ৫ই মার্চ থেকে ৮ই মার্চ পর্যন্ত চলেছে কীর্তন মেলা।
  • ৯ই মার্চ থেকে ১৬ই মার্চ পর্যন্ত ৮ দিন ধরে চলেছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা।
  • ৬টি বিভাগে ভাগ হয়ে বিশ্বের প্রায় ১২ হাজার ভক্ত এই পরিক্রমায় অংশ নেন।

ছবি-MAYAPUR.COM

Published on: মার্চ ১৮, ২০১৯ @ ০৯:০৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 73 = 78