Kolkata Metro Railway launches new Token

চন্দ্রযান ৩-এর সফল যাত্রাকে চিহ্নিত করতে মেট্রো রেলের নয়া টোকেন চালু

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: অক্টো ১০, ২০২৩ at ২৩:৪৪

এসপিটি নিউজ, কলকাতা, ১০ অক্টোবর: ইসরোর চন্দ্রযান ৩-এর সফল যাত্রাকে চিহ্নিত করতে মেট্রো রেলওয়ে চালূ করল নয়া টোকেন টিকিট। আজ মঙ্গলবার এই নতুন টোকেনের নকশা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন মেট্রোর চিফ অপারেশনাল ম্যানেজার সৌমিত্র বিশ্বাস। আগামিকাল বুধবার থেকেই মেট্রোর তিনটি করিডোরেই পাওয়া যাবে এই নয়া টোকেন।

এই টোকেন যখন চালু হতে চলেছে ঠিক একইভাবে আগামিকাল বুধবার থেকে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু হতে চলেছে। এই কাগজের টিকিট যদি সফল হয়ে তাহলে এটা চালু রাখা হবে। তবে কাগজের টিকিতের পাশাপাশি এই নয়া টোকেনও চালু থাকছে এই মুহূর্তে।

তবে, কলকাতা মেট্রো রেলওয়ে চন্দ্রযান ৩ এর সাফল্যকে তুলে ধরতে এক মহান পদক্ষেপ নিল। চন্দ্রযান ৩ এর সফল যাত্রার ছবি দিয়ে নকশা করা হয়েছে এই নয়া টোকেনের। এবার থেকে এই টোকেন নিয়ে যাত্রীরা মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন।

চন্দ্রযান-৩ হল চন্দ্রযান-২-এর একটি ফলো-অন মিশন যাতে চন্দ্রপৃষ্ঠে নিরাপদ অবতরণ এবং ঘোরাফেরা করার জন্য শেষ থেকে শেষ পর্যন্ত সক্ষমতা প্রদর্শন করা যায়। এটি ল্যান্ডার এবং রোভার কনফিগারেশন নিয়ে গঠিত। এটি LVM3 দ্বারা SDSC SHAR, শ্রীহরিকোটা থেকে চালু হয়৷ প্রোপালশন মডিউলটি 100 কিলোমিটার চন্দ্র কক্ষপথ পর্যন্ত ল্যান্ডার এবং রোভার কনফিগারেশন বহন করবে। চন্দ্র কক্ষপথ থেকে পৃথিবীর বর্ণালী এবং পোলারি মেট্রিক পরিমাপ অধ্যয়ন করার জন্য প্রপালশন মডিউলটিতে বাসযোগ্য প্ল্যানেট আর্থ (শেপ) পেলোডের স্পেকট্রো-পোলারিমেট্রি রয়েছে।

গত ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ৩ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয়। এরপর চন্দ্রযান এই সময় পৃথিবীকে ২১ বার পদক্ষিণ করে। চাঁদকে ১২০ বার প্রদক্ষিণ করে। মোট ৫৫ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে ৪০দিনের মাথায় ভারতীয় সময় সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিট নাগাদ চন্দ্রপৃষ্ঠে দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করে।

ইতিমধ্যে কলকাতা মেট্রো যাত্রী সুবিধায় একাধিক কর্মসূচি নিয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পাশপাশি জোকা-তারাতলা মেট্রো রুটের কাজও চলছে। চলছে কবি সুভাষ- বিমানবন্দর রুটের কাজও। তবে এখানে উল্লেখযোগ্য কাজ হল- জোকা-ত্যারাতলা রুটে পার্ক স্ট্রিট স্টেশনের কাজ। এই কাজ শুরু হয়েছে। এই নয়া পার্ক স্ট্রিট স্টেশনের থেকে পুরনো পার্ক স্ট্রিট স্টেশনের দূরত্ব মাত্র আট মিটার।

অন্যান্যবারের মতো এবারও কলকাতা মেট্রো রেলওয়ে দুর্গা পুজোয় সারা রাত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রো ৬৫৮টি ট্রেন পরিষেবা চালাবে। “ভিড়ের সময়, ট্রেনগুলি পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে চলবে,” একজন কর্মকর্তা বলেছেন। তবে বেগুনি লাইনে, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে জোকা-তারাতলা প্রসারিত কোনো পরিষেবা পাওয়া যাবে না।

Published on: অক্টো ১০, ২০২৩ at ২৩:৪৪


শেয়ার করুন