Published on: মার্চ ১৬, ২০১৯ @ ২১:৩৫
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৬ মার্চঃ স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হল বিনামূল্যে এক চিকিৎসা শিবির। স্থানীয় সারদা শিশু মন্দির যমুনাবালী শাখার ছাত্র-ছাত্রীরা এঈ শিবিরে অংশ নেয়।সহযোগিতায় রোটারি আই হসপিটাল। সহযোগিতায় স্থানীয় এক ডায়গনস্টিক সেন্টার। উপস্থিত ছিলেন জেনারেল ফিজিসিয়ান ডাঃ বি কে গায়েন, ডাঃ রবিশঙ্কর ভট্টাচার্য, ডাঃ পি কে ভৌমিক, ডাঃ জে মাইতি, ডাঃ অরুন পাল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবী তনুপ্রকাশ দত্ত।
Published on: মার্চ ১৬, ২০১৯ @ ২১:৩৫