এ রাজ্যে হাত দিয়ে দেখো বুঝবে -এখানে বাঘের বাচ্চারা বসে আছেঃ হুঁশিয়ারি মমতার

রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ২৮, ২০১৮ @ ২১:২১

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ আগস্টঃ এ রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জী চালুর বিষয়ে বিজেপি নেতাদের কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সভায় বিজেপি নেতাদের কড়া ভাষায় চ্যালেঞ্জ জানান তিনি। “এ রাজ্যে চালু করে দেখাও, অত সহজ নয়-এখানে বাঘের বাচ্চারা বসে আছে।”

মমতা এদিন ক্ষোভের সঙ্গে বলেন,” আসাম থেকে তাড়িয়ে দিয়েছে। এখন বলছে বাংলা থেকেও তাড়িয়ে দেব।আমরা বলি-এখানে হাত দিয়ে দেখো।তারপর বুঝবে বাংলাটা কি!আসামের মানুষকে তাড়িয়ে দিলেও আমরা প্রতিবাদ করে যাব। কারণ, কোনও ভারতীয় নাগরিককে তাড়ালে কেউ ছেড়ে কথা বলব না।”

এরপর মমতার কটাক্ষ- “আজ সবার জন্মের সার্টিফিকেট চাইছে। তিন জন্মের। আগে নিজের পিতার জন্মের সার্টিফিকেট দাও। তুমি যদি আমায় জিজ্ঞাসা করো তোমার মায়ের জন্মদিন কবে তোমার ঠাকুরমার জন্মদিন কবে, তখন আমি জানতে চাইব-তোমার নিজের মায়ের জন্মদিন কবে আছে ভাই? তোমার ঠাকুরমার জন্মদিন মনে আছে তো? ভাগ্যিস এখানে জন্মেছিলাম দুর্ভাগ্যবশত অথবা সৌভাগ্যবশত।তাহলে আমাকেও কবে বলে দিত- আপনি এখানকার নাগরিক নন।”

“মহা মুশকিল।১৯৭১ সাল থেকে যারা এখানে এসছে তারা আইনত ভারতীয় নাগরিক। আবার কয়েকজন ভাষণ দিচ্ছে এখানেও চালু করতে হবে এনআরসি।হরিদাস সব। কে চালু করবে এখানে? এখানে বাঘের বাচ্চারা বসে আছে, এত সহজ নয়। চালু করার আগে নিজেরা শেষ হয়ে যাবে। ২০১৯ তোমাদের বিদায়ের ঘণ্টা বাজছে।” ক্ষোভের সঙ্গে বলেন মমতা।

ছাত্রদের উদ্দেশ্যে বলেন- “স্লোগান করুন – দু’হাজার ঊনিশ বিজেপি হবে ফিনিশ।সিপিএম আর বিজেপি নির্লজ্জ। আমি এমন নির্লজ্জ রাজনৈতিক দল কোথাও দেখিনি।”

Published on: আগ ২৮, ২০১৮ @ ২১:২১

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

76 + = 80