শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডবঃ হত শ্যালিকা, আশঙ্কাজনক শাশুড়ি

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                          

Published on: মে ২০, ২০১৮ @ ২২:২৫

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২০ মেঃ ঘরজামাই হয়ে সে ছিল। এর আগেও সে তার স্ত্রীকে মারধর করেছে। এজন্য দিন জেলও খেটেছে। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পায়। রবিবার রাতে সেই জামাই তান্ডব শুরু করে। ধারাওলো অস্ত্রের কোপে হত্যা করে তার শ্যালিকাকে। আক্রমণ করে শাশুড়িকেও। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নারকীয় এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের বেড়বল্লভপুর এলাকায়।কোতয়ালী থানায় গিয়ে আত্মসমর্পন করেছে জামাই রূপনারায়ন সিং।

জানা গেছে, বেড়বল্লভপুরের বাসিন্দা রেখা দত্তের ছোট মেয়ের বিয়ে দেন খড়্গপুরের বাসিন্দ রূপ্নারায়ন সিংয়ের সঙ্গে। বিয়ের পর থেকে সে ঘরজামাই হিসেবে থাকতে শুরু করে মেদিনীপুর শহরেই। শ্বশুরবাড়িতে প্রায়ি সে অত্যাচার চালাওত বলে অভিযোগঅ হয়। স্ত্রীকে মারধর পর্যন্ত করত। এই ঘটনাকে ঘিরে কোতয়ালী থানায় অভিযোগও দায়ের হয়। গ্রেফতার হয় রূপবারায়ন।

৩৫ দিন জেল খেটে সাত দিন আগে সে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পর  রবিবার রাত সাড়ে আটটা নাগাদ জামাই রূপ্নারায়ন তান্ডব শুরু করে। ধারাওল অস্ত্র দিয়ে শ্যালিকা শেফালি দল্লকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ। এর পর সে তার শাশুড়ি রেখা দত্তের উপর চড়াও হয়। তাকেও আক্রমণ করে। তাকে আসঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ওই জামাই কোতয়ালী থানায় গিয়ে আত্মসমর্পন করে।

ঐ ঘটনার পিছনে সঠিক কারণ খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।

Published on: মে ২০, ২০১৮ @ ২২:২৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 − 51 =