দোলপূর্ণিমার বসন্ত উৎসবে সংবাদ প্রভাকর টাইমস সকলকে জানায় শুভেচ্ছা ও ভালবাসা

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ২১, ২০১৯ @ ১৫:২৬

এসপিটি নিউজ, ২১ মার্চঃ আজ রঙের উৎসব। ফাল্গুন মাসের এই দিনটি ফালুগুন পূর্ণিমা বা দোল পূর্ণিমা নামেই সকলের কাছে পরিচিত। আজকের দিনে সারা ভারত তো বটেই বিশ্বের বহু দেশেই যেখানেই ভারতীয় হিন্দুরা থাকেন তারাই এই দিনটিকে রঙীন করে তোলেন। রঙের উৎসবে মেতে ওঠেন।পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই দিনটি আবার বসন্ত উৎসব নামেও খ্যাত হয়ে উঠছে।গুগল এই দিনটিকে বিশেষভাবে শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে সংবাদ প্রভাকর টাইমসও আজকের দিনে সকলকে জানিয়েছে শুভেচ্ছা ও ভালবাসা।

দোলযাত্রা

১) হিন্দু ধর্মের বৈষ্ণব ভক্তদের কাছে এই দিনটি দোলযাত্রা উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী-এই দিনটিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তাঁর রাধিকাকে রঙ লাগিয়ে দোল খেলায় মেতেছিলেন। তারপর থেকেই এই দোলযাত্রার সূচনা। আজ দোলযাত্রার দিন সকালে বৈষ্ণবরা রাধা-কৃষ্ণের বিগ্রহ নিয়ে আবির ও গুলালে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তনগান গেয়ে নগর পরিক্রমা করে থাকেন।

২)বহু জায়গাতেই দোলযাত্রার আগের দিন রাতে খড়, বাঁশ, কাঠ, পাতা পুড়িয়ে দোলযাত্রার আগমনকে স্বাগত জানানো হয়। একে নেড়াপোড়া বলা হয়ে থাকে। উত্তর ভারতে দোলযাত্রার পরদিন খেলা হয় রোং। যা হোলি উৎসব নামে পরিচিত।

বসন্ত উৎসব

১) এই দোলযাত্রা কিংবা হোলির পাশাপাশি এর আরও একটি দিক আছে- তা হল, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে প্রবর্তিত হয়ে আসছে বসন্ত উৎসব। সেখানকার ছাত্রীরা রঙীন শাড়ি পরে সুসজ্জিত হয়ে নৃত্যের তালে তালে বসন্ত উৎসবকে বরণ করে থাকেন। যা দেখতে বহু জায়গার মানুষ একত্রিত হয়ে থাকেন।যেখানে শুধুই রং-বেরঙের আবিরের ছড়াছড়ি দেখা যায়।

হোলিকা বধ

১) তবে এসবের পরেও এও দোল উৎসব নিয়ে পৌরাণিক কাহিনিকেও স্মরণে রাখতে হয়। স্কন্দপুরাণের এক বিশেষ অংশে এর উল্ল্যেখ আছে। যেখানে বলা হয়েছে মহর্ষি কাশ্যপ ও তাঁর স্ত্রী দিতির পুত্র ছিলেন হিরণ্যকশিপু।হিরণ্যকশিপু তাঁর বিষ্ণুভক্ত পুত্র প্রহ্লাদকে হত্যা করতে বোন হোলিকাকে ব্যবহার করেন। তাকে নির্দেশ দেন সে যেন বিষ্ণু ভক্ত পুত্র প্রহ্লাদদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেন। দাদার আদেশ পালন করতে হোলিকা যে মুহূর্তে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেন সেই মুহূর্তেই মৃত্যু হয় হোলিকার। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় রক্ষা পেয়ে যান ভক্ত প্রহ্নাদ।হোলিকার আগুনে পুড়ে যাওয়াই দোলের আগের দিনে হোলিকা দাহন কিংবা চাঁচর উৎসব নামেও কোথাও পরিচিত। এভাবেই দোল যাত্রা পালিত হয়ে আসছে সারা দেশে।

Published on: মার্চ ২১, ২০১৯ @ ১৫:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

91 − 85 =