
Published on: জানু ৮, ২০১৮ @ ২৩:৪৫
এসপিটি নিউজ, কলকাতা ও জলপাইগুড়ি, ৮ জানুয়ারিঃ গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে দিয়ে কলকাতায় তাপমাত্রার পারদ নেমেই চলেছে। আজও পারদ এতটাই নেমে যায় যে এসে দাঁড়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে।দমদমের পারদ নেমে যায় ৮ ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে গোটা রাজ্য জূড়েই শৈত্য প্রবাহ শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এদন পারদ অনেক নিচে চলে আসে।পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে জেলাও। জলপাইগুড়িতে গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে দিয়ে পারদ নেমে হয়েছে ৩.৮ ডিগ্রি।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যায়। যা গত পাঁচ বছরে হয়নি। দমদমে ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ৫.৬ ডিগ্রি, দুর্গাপুরে ৭.৫, আসান্সোলে ৭.৮, মেদিনীপুরে ৯.১, ঝাড়গ্রামে ৮ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে পারদ নামে ৬.৮ ডিগ্রি, কৃষ্ণনগরে ৭.৮ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ নামে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে।
সোমবার সাকাল সাড়ে আট টায় ৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের জলপাইগুড়ি আঞ্চলিক শাখা আধিকারিক দেবপ্রিয় রায় জানিয়েছেন। তিনি জানিয়েছেন ২০১৩ সালে ৯ জানুয়ারি ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তার পরে এবার ৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হল। শুধু তাই নয় এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। এদিকে আগামী তিন দিনে রাতের তাপ মাত্রার পাশাপাশি ঘন কুয়াশার পাশাপাশি দৃশ্য মানতা ২০০ মিটারের কম দাঁড়াতে পারে বলে পুর্বাভাষ দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের জলপাইগুড়ির আঞ্চলিক শাখা।
শৈত্য প্রবাহে কাঁপছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। সেই সাথে নামছে তাপ মাত্রার পারদ। গত কয়েক দিন থেকে সর্বনীম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসেরর আশেপাশে ঘোরাফেরা করছিল। এই বিষয় নিয়ে এদিন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি শাখার আধিকারিক দেবপ্রিয় রায় বলেন প্রতিবছর ডিসেম্বর মাসে উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস এই অঞ্চলে ঢুকে ঠান্ডা ফেলে। এবারও সামান্য দেরি হলেও ঠান্ডা পরেছে। তবে এদিন যে সর্বনীম্ন তাপ মাত্রা রেকর্ড করা হয়েছে তা অনেকটাই কম। আগামী তিন দিনও ঘন কুয়াশা থাকবে। সেই সাথে রাতের তাপ মাত্রা কমবে বলে জানিয়েছেন তিনি। তরে কোন সময় তাপ মাত্রার পারদ এতো নীচে নেমেছে সেটা জানাতে পারেন নি তিনি।
এদিন এই বিষয় নিয়ে উত্তর বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের ভুগোল গবেষক সুবীর সরকার বলেন গত ৩০- ৪০ বছরে জলপাইগুড়ির তাপমাত্রা এতো নীচে নামেনি। এর আগে একবার তাপমাত্রা নেমে গিয়ছিল, তবে সেটাও ৪ ডিগ্রির নীচে নয়। এই ধরনের এতো নীচে তাপমাত্র নামতে দেখা যায় পাঞ্জাব দিল্লিতে। সেই দিক থেকে বলা যায় জলপাইগুড়িতে সিভিয়ার কোল্ড ডে এবং সিভিয়ার কোল্ড ওয়েব চলছে। তিনি জানিয়েছেন কয়েক দিন থেকে জলপাইগুড়িতে কুয়াশা ছিলো গত কাল কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠে, যে কারনেই তাপমাত্রা অতটা নেমে গিয়েছে। আগামী তিন দিন আবহাওয়ার এই পরিস্থিতি থাকবে। তার পর থেকে কিছুটা উন্নতি হবে। তবে উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয় এলাকাতেও এদিন সর্বনীম্ন তাপমাত্রা ৪.৫ রেকর্ড করা হয়েছে বলে জানান সুবীর বাবু। তিনি বলেন রেকর্ড ঘেটে জানা গেছে গত ১৭ বছরে ওই এলাকায় তাপমাত্রা এতো নীচে নামেনি বলে বক্তব্য তার।জলপাইগুড়ির সংবাদদাতা-দিব্যেন্দু সিনহা
Published on: জানু ৮, ২০১৮ @ ২৩:৪৫