হাতি দেখতে গিয়ে শেষে হাতির শুঁড়েই আছাড় খেয়ে মৃত্যু হল যুবকের

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: জানু ৮, ২০১৮ @ ২২:৪৮

এসপিটি নিউজ, শালবনী, ৮ জানুয়ারিঃ গত এক মাসেরও বেশি সময় ধরে মেদনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হাতির দৌরাত্ম বেড়েই চলেছে। ইত্মধ্যে হাতির হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে বেশ কয়েকজন।বন দফতরের কর্মীরাও হাতির দলকে বাগে আনতে পারছে না। সোমবার আবার এক যুবকের মৃত্যু হল হাতির হামলায়। শালবনী ব্লকের ২ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের ভাঙাবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে।তবে এদিনের ঘটনাটি বলা যায় কিছুটা নিজের ইচ্ছাতেই যুবক মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, তরুন মাহাত (২১) নামে ঐ যুবক এদিন হাতি দেখতে গাছের উপর উঠেছিলেন। হাতির দল তেড়ে এলে সে তখন গাছ থেকে নেমে পালাতে যায়। তখন একটি হাতি তরুনকে শুঁড়ে তুলে জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দেন। পরে তার মৃত্যু হয়।

জানা গেছে, শালবনীর ভাঙাবাঁধের জঙ্গলে প্রায় ২৫টি আবাসিক দাঁতাল হাতি আছে। এদিন বিকেলে হাতিগুলি ভাঙাবাঁধ বাসস্ট্যান্ড এলাকায় চলে আসে।হাতির খবর শুনে উৎফুল্ল হয়ে স্থানীয় তরুন মাহাত প্রতিবেশীদের সঙ্গে হাতি দেখতে যায়। ভালভাবে দেখার জন্য ঐ যুবক সোজা একটি গাছের উপর উঠে পড়ে। সেইসময় হাতির পাল সেদিকেই ছুটে এলে সকলে দৌড়ে পালাতে থাকে। ভয় পেয়ে ঐ যুবকও তখন গাছ থেকে লাফ মেরে পালাতে যায়। কিন্তু সে পড়ে যায় এক ক্ষিপ্ত হাতির সামনে। সেই হাতি তখন ঐ যুবককে শুঁড়ে তুলে জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দেয়। স্থানীয় বাসিন্দারা তখন পটকা ফাটিয়ে, হুলা জ্বালিয়ে হাতির পালকে জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় ঐ যুবককে প্রথমে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে পরে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। রাতে মারা যায় সেই যুবক।

Published on: জানু ৮, ২০১৮ @ ২২:৪৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

96 − = 90