শিকার ধরতে লেপার্ড ঢুকে পড়লো বাড়িতেঃ সিসিটিভি ধরা পড়ল সেই ছবি

দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

রাতের অন্ধকারে অনায়াসে লেপার্ডটিকে বাড়ির ভিতর ঢুকে পড়তে দেখা গেল।

গ্যারেজে শুয়ে থাকা একটি কুকুরকে মুখে করে নিয়ে পাঁচিল টপকে চলেও গেল লেপার্ডটি।  

 Published on: সেপ্টে ১৫, ২০১৯ @ ২১:১৮

এসপিটি নিউজ ডেস্ক:  সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় ঘটে গেল ঘটনাটি। বাড়ির ভিতর থাকা একটি পোষা কুকুরকে শিকার করে তাকে মুখে নিয়েই রাতের অন্ধকারেই পাঁচিল টপকে পালিয়ে গেল একটি লেপার্ড। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের শিবমোগা জেলার তীর্থহল্লী এলাকায়। আর গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।

কি ঘটেছিল সেখানে

ঘটনাটিতে ক্যামেরায় গোটা ঘটনাটি দেখা গেছে। দেখা গেছে- ক্যামেরাটি বাড়ির মূল ফটকের দিকে ফোকাস করছে। যেখানে একটি লেপার্ডকে দেখা যায়। লেপার্ডটি খুব সাবধানে বন্ধ গেটের পাশের পাঁচিল টপকে প্রথমে নীচে এসে চুপটি করে বসে থাকে।তারপর সে এদিক-ওদিক তাকিয়ে পরিস্থিতি দেখে নেয়। কিছু সময় পরে দেখা যায় লেপার্ডটি পাঁচিলের সামনে থেকে বাড়ির ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর তাকে দেখা যায় না। কয়েক সেকেন্ড বাদে ফের ক্যামেরা বাড়ির ভিতরের দিকে মুভ করতে নজরে আসে লেপার্ডটিকে। দেখা যায় বাড়ির ভিতরে একটি গাড়ি দাঁড় করানো আছে। সেই গ্যারেজের কাছেই একটি কুকুর শুয়ে ছিল। মনে করা হচ্ছে সে হয়তো বাড়ির পোষা কুকুর হবে। দেখা গেল লেপার্ডটি সেই গাড়ির কাছে এসে আবার কিছুক্ষন চুপটি করে বসে ছিল। এরপর তার কুকুরটির দিকে নজর পড়তেই সে সেদিকে এগিয়ে যায়। দ্রুত কুকুরটিকে শিকার করে। ক্যামেরায় ধরা পড়ে যে লেপার্ডটি কুকুরটিকে মুখে নিয়ে বেড়িয়ে আসছে। সেইসময় লেপার্ডটিকে কিছুক্ষণ দেখা যায়নি। অর্থাৎ ক্যামেরায় ধরা পড়েনি। ফের ক্যামেরা প্রথম অবস্থায় মুভ করতেই আবার দেখা যায় লেপার্ডটিকে। সে কুকুরটিকে মুখে নিয়ে মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর সে সামনে-পিছনে বার দেখে নিয়ে কুকুরটিকে মুখে নিয়ে পাঁচিল টপকে পালিয়ে যায়।

কোথা থেকে এল লেপার্ডটি

এখন এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুর করেছে এই লেপার্ডটি কোথা থেকে এল? কেউ বলছেন আশপাশের জঙ্গল থেকেই মনে হয় লেপার্ডটি এসেছে। সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার বোঝা না গেলেও মোটামুটি দেখে যা মনে হয়েছে ঘন অন্ধকারে বাড়িটির বাইরের দিকে কিছু গাছপালা আছে। মনে হয়েছে আশপাশে হয়তো জঙ্গল থাকতে পারে। সম্ভবত লেপার্ডটি সেদিক থেকেই এসেছে। একজন লিখেছে- আরও জঙ্গল কেটে ঘর বানাও, একদিন ও ঘরে ঢুকে সদস্যদের উঠিয়ে নিয়ে চলে যাবে।

Published on: সেপ্টে ১৫, ২০১৯ @ ২১:১৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

78 − 74 =