দিদিকে বলোঃ দলের কর্মীদের নিয়ে মানুষের দ্বারে বারাকপুরের ভূমিপুত্র সম্রাট তপাদার

রাজ্য
শেয়ার করুন

  • দলের সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশ মেনেই বারাকপুরে এই কর্মসূচি শুরু করছেন সম্রাট।
  • আজ মণিরামপুর থেকে এই কর্মসূচি শুরু করতে চলেছেন তারা।
  • ‘দিদিকে বলো’ টিমের কন্ট্রোল রুমে কাজ করছেন ২৫০জন ছেলে-মেয়ে।
  • নির্দিষ্ট জায়গায় কিংবা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আপনার অভিযোগ লিপিবদ্ধ করলেই ‘দিদিকে বলো’ টিম থেকে 48 ঘণ্টার মধ্যেই আসবে কল। মিটবে আপনার সমস্যা।  

Reporter: Aniruddha pal

Published on: সেপ্টে ১৬, ২০১৯ @ ১০:০৩

এসপিটি নিউজ, বারাকপুর, ১৬ সেপ্টেম্বর: মানুষের অভাব-অভিযোগ-সমস্যার কথা শুনে তার সমাধান করতে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন বিরল দৃষ্টান্ত গোটা ভারতে নেই। বিশেষ করে এমনভাবে পরিক্লপিতভাবে একটা সুনির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করা হচ্ছে তা ইদানীংকালে সচরাচর দেখা পাওয়া ভার। আর সেটাই শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাই অন্যান্য সব জায়গার পাশাপাশি এবার বারাকপুরেও শুরু হয়ে গেল ‘দিদিকে বলো’ কর্মসূচি।গতকাল রবিবার দলের সহকর্মীদের সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে আজ থেকে এলাকার মানুষদের কাছে গিয়েই কর্মসূচি শুরু করছেন বারাকপুরের ভূমিপুত্র রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার।

যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ

গত মাস থেকেই শুরু হয়ে গেছে ‘দিদিকে বলো’ কর্মসূচি।রাজ্যের প্রতি প্রান্তে দলের সমস্ত স্তরের জনপ্রতিনিধি এই কর্মসূচিকেই একমাত্র প্রধান কর্মসূচি হিসেবে দেখছেন। ঠিক তেমনই দলের প্রতিটি সাংগঠনিক স্তরেও একইভাবে এই কর্মসূচিকে সফল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারাও একইভাবে সক্রিয় হয়েছে। আর সেইদিকে তাকিয়ে দলের সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের সকলকে একইভাবে এই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশ অনুসারেই বারাকপুরের ভূমিপুত্র যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সম্রাট তপাদার স্থানীয় দুইজন কাউন্সিলর সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ মজুমদার, নেতা-নেত্রী ধীমান দাস, শ্রীপর্ণা রায়, প্রসূণ ভট্টাচার্য্য, অর্ণব ভট্টাচার্য্য সহ অন্যান্য কর্মীদের নিয়ে এই কর্মসূচিকে সার্থক করতে আজ থেকে পথে নামতে চলেছেন।

বারাকপুরের মানুষের পাশে আছে যুব তৃণমূলের সমস্ত কর্মী

সম্রাট তপাদার বলেন- “বারাকপুরের মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস। তার যুব সংগঠনের সমস্ত কর্মী। আমরা সারা বছর ধরেই এলাকার মানুষের পাশে থেকে কাজ করি। তবে ‘দিদিকে বলো’ কর্মসূচি আমাদের মনোবল আরও বাড়িয়ে দিল। আমরা মনে করি- মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অভাব-অভিযোগ- সমস্যার কথা শুনে তার সমাধান করাই একজন রাজনৈতিক কর্মীর লক্ষ্য হওয়া উচিত। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানুষের সমস্যার কথা শুনে তার সমাধান করা। আর আমরা সেই কাজ করছি। আজ মণিরামপুর থেকে এই কর্মসূচি শুরু করতে চলেছি।

‘দিদিকে বলো’ কর্মসূচি কি

‘দিদিকে বলো’ কর্মসূচি একটি সামাজিক কর্মসূচি। যার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের সমস্যার সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরজন্য একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। খোলা হয়েছে একটি কন্ট্রোল রুমও। যার অফিস হয়েছে রাজারাহাটের কাছে। সেখানে রয়েছে ২৫০জন ছেলে-মেয়ে। খোলা হয়েছে একটি দিদিকে বলো নাম দিয়ে একটি ওয়েবসাইট। যেখানে ঢুকে আপনি পাবেন একটি ফর্ম। সেখানে আপনি আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আপনার সমস্যার কথা লিখবেন। এরপর ‘দিদিকে বলো’ টিমের থেকে আপনার কাছে 48 ঘণ্টার মধ্যেই আসবে কল। তখন তিনি আপনার কাছে ফের আপনার নাম, ঠিকানা শুনে তা মিলিয়ে নেবেন। এরপরই আপনার সমস্যার সমাধানের উপায় শুরু হবে। ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে এই কর্মসূচিতে অংশ নিয়ে উপকৃত হয়েছেন বলে তৃণমূলের পক্ষ থেকে দাবিও করা হয়েছে।

Published on: সেপ্টে ১৬, ২০১৯ @ ১০:০৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

90 − 81 =