বিজেপির বিরুদ্ধে তোপ মমতারঃ ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে মাওবাদী নিয়ে আসছে

Main দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

 Published on: আগ ৯, ২০১৮ @ ২৩:৩৫

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৯ আগস্টঃ  বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভায় দাঁড়িয়ে ফের বিজেপির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন। তিনি তাঁর ভাষণে বুঝিয়ে দেন আদিবাসীদের জন্য এ রাজ্যে যা কাজ হয়েছে তা সবটাই হয়েছে মা-মাটি-মানুষের সরকারের আমলে। তিনি এও স্মরণ করিয়ে দিয়ে বলেন, কেউ কেউ টাকা দিয়ে ভোট কিঞ্ছে। তারা তো তিনদিন থাকবে কিন্তু ৩৬৫দিন কারা থাকবে আপনাদের পাশে। এই মা-মাটি-মানুষের সরকার ছাড়া কেউ নয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন আরও একটি মারাত্মক অভিযোগ আনেন বিজেপির বিরুদ্ধে। এক্ষেত্রে তিনি বিজেপির নাম না করে বলেন, বেলপাহাড়িতে কয়েকটি অঞ্চলে জিতে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে মাওবাদী নিয়ে আসছে। এ রাজ্যকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। এরপরই তাঁর হুঁশিয়ারি- মনে রাখবেন, আমি যতদিন আছি এসব করতে দেব না।

ঝাড়খণ্ড থেকে মাওবাদী ঢোকাচ্ছে

বিজেপির নাম না করেই মমতা শুরু করেন তাদের বিরুদ্ধে তোপ। তিনি বলেন-“ একটা রাজনৈতিক দল জুটেছে ভারতবর্ষে। নির্বাচনের সময় এসে মানুষকে ভুল বোঝাচ্ছে।এক হাজার টাকা দিয়ে বলছে ভোটটা আমায় দাও। তুমি তো তিনদিন দেবে। আর ৩৬৫দিন মানুষ কোথায় যাবে। তখন তো তোমায় পাওয়া যাবে না।“ এরপর মমতা বলেন, “বিনা পয়সায় চিকিৎসা দেয় কে? মা-মাটি-মানুষের সরকার। তাই মনে রাখবেন আমরা কিন্তু এখানে গত সাত বছরে কোনও গন্ডগোল করতে দিইনি।মাওবাদীদের ঢুকতে দিইনি। এখন বেলপাহাড়ির কয়েকটা অঞ্চলে জিতে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে মাওবাদী নিয়ে আসছে। আবার চাইছে ঝাড়গ্রাম রক্তাক্ত হয়ে যাক। জঙ্গলমহলে রক্ত ঝড়ুক। যাতে গরিব মানুষ বিপদে পড়ুক। দু’টাকা কিলো চাল যাতে না পায়। বিনা পয়সায় চিকিতসা না পায়। শিক্ষা না পায়, স্বাস্থ্য না পায়, শান্তি না পায়। শান্তি না থাকলে কিছু হয় না।“

বিজেপি ভাগাভাগি করে-মমতা

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন-“ আমার উপর যদি বিশ্বাস থাকে তাহলে বলব-আমাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবেন না। আমি যতদিন আছি জানবেন আমি মানুষের বিরুদ্ধে কোনও কাজ কাউকে করতে দেব না। আপনারাই আমার সবচেয়ে বড় পরিবার। আদিবাসীদের জমি যাতে কেউ না নিয়েতে পারে আমরা আইন তৈরি করে দিয়েছি। আমি হিন্দু-মুসলমানে ভাগাভাগি করি না। শিখ-খ্রিস্টান ভাগাভাগি করি না। আদিবাসী-মাহাতো ভাগাভাগি করি না। এটা বিজেপি পার্টি করে। দিল্লির শাসক দল করে। ওদের সাথে আমরা নেই।খুন করলে কি হয় রক্ত ঝড়ে। দাঙ্গা হলে কি হয় রক্ত ঝড়ে। আমি চাই না। আমি চাই আমার ভাইবোনেরা ভালো থাকুক।“

জঙ্গলমহলে আগে এক বছরে ৩০০জন খুন হত-মমতা

“লালগড়ে আমি যখন এসেছিলাম পিড়াকাটা জঙ্গলে আমাকে ঘিরে দেওয়া হয়েছিল। আমি ভুলে যাইনি। নেতাইয়ের কথা মনে আছে? নন্দীগ্রামের কথা মনে আছে? বেলপাহাড়ির কথা মনে আছে? জলদবরণ কর তার ভাইকে খুন করল। কাকে না খুন করেছে। জঙ্গলমহলে আগে এক বছরে ৩০০জন লোক খুন হয়েছে। আজ বলতে নেই আমার জঙ্গলমহল ভালো আছে। আপনারা ভালো থাকলে তবেই তো আমি ভালো থাকব। আপনারা ভালো না থাকলে আমার ভালো থেকে কোনও লাভ নেই। তাই বলব একতা মজবুত হোক।“ বলেন মমতা।

মমতার শপথ

“ আসুন আমরা শপথ নি-সাম্প্রদায়িক শক্তিকে কোনও জায়গা নয়। বিভেদকে কোনও জায়গা নয়। জাতিভেদকে কোনও জায়গা নয়। সঙ্কীর্ণতার কোনও জায়গা নেই। কুৎসার কোনও জায়গা নেই। ঘৃণার কোনও জায়গা নেই, অপ্প্রচারের কোনও জায়গা নেই। চক্রান্তের কোনও জায়গা নেই, ষড়যন্ত্রের কোনও জায়গা নেই।“

দয়া করে ভুল বুঝবেন না

ঝাড়গ্রামবাসীদের কাছে আবেদন রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মাওবাদীদের যারা সমর্থন করে তাদের ঢুকতে দেবেন না। এরা ঝাড়খণ্ডের থেকে এসে কখনো কখনো এখানে টিম পাঠিয়ে দেয় গন্ডগোল করার জন্য। আমি ঝাড়খণ্ডকে ভালোবাসি ওরাও আমাদের ভাইবোন। কিন্তু যারা উগ্রপন্থী তাদের ভালোবাসি না। এটা মাথায় রাখতে হবে। ঝাড়খণ্ডের ভাইবোন আমাদের ভাইবোন। দয়া করে ভুল বুঝবেন না। ভুল বুঝে দূরে সরে যাবেন না। আমরা সাত বছরে  যে কাজ করেছে তা কেউ করতে পারবে না।“

গণপ্রহারের নামে দলিতদের উপর অত্যাচার চলছে-মমতা

এরপরই মমতার সতর্কবার্তা-“ সারা দেশে দেখতে পাচ্ছেন তো কিভাবে গণপ্রহারের নামে দলিতদের উপর অত্যাচার হচ্ছে। এনকাউন্টারের নাম করে সাধারণ মানুষকে উত্তরপ্রদেশে খুন করা হচ্ছে। আমাদের এখানে কিন্তু এসব হয় না। আমরা ৩০ লক্ষ কৃষককে সাহায্য করেছি। আমাদের সমস্ত জনপ্রতিনিধিদের বলব মানুষের দরজায় দরজায় যান। মানুষের সাথে যোগাযোগ রাখুন। মানুষের কোনও সমস্যা হলে সেটাকে প্রশাসনের সঙ্গে বসে ঝগড়া না করে শান্তিপুর্ণভাবেও তার সমাধান করুন। আমার টিম আছে পরিকল্পনা আছে। কাজটা করিয়ে নিতে হবে। আর মানুষ পরিষেবা না পেলে মানুষকে যে পরিষেবা দেয় না আমি তাকে সাহায্য করি না। মানুষ ছাড়া আমার জীবনে অন্য কিছু নেই। আমি সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু মানুষকে ত্যাগ করতে পারব না। আমরা মাথা নত করি না।“

 Published on: আগ ৯, ২০১৮ @ ২৩:৩৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 2 = 6