শামির বিরুদ্ধে স্ত্রী হাসিনের চাঞ্চল্যকর অভিযোগ, বাদ গেলেন বিসিসিআই-এর চুক্তির তালিকা থেকে

খেলা দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৭, ২০১৮ @ ২৩:৫১

এসপিটি নিউজ, কলকাতা, ৭ মার্চঃ ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে চাঞ্চল্যকর এক পোস্ট করেন। সেই পোস্টে শামির সঙ্গে একাধিক মহিলার চ্যাট করার স্ক্রিন শট শেয়ার করা হয়। এই পোস্টের অর্থ হল শামির সঙ্গে অন্য মহিলাদের সম্পর্ক চলছে। যদিও চাঞ্চল্যকর ঐ পোস্টটি পরে মুছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসিন। ইতিমধ্যে বিসিসিআই-এর চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন মহম্মদ শামি। অনেকেই মনে করছেন স্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগই হয়তো শামির বাদ পড়ার কারণ। শামি অবশ্য এই ঘটনার পর জানিয়েছেন, এসব তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এর পিছনে কে আছে সেটা তাকে জানতে হবে। হাসিনের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।

এক টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিন বিসিসিআই-এর ক্রিকেটারদের সঙ্গে চুক্তির তালিকা থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় ক্ষোভ উগরে বলেছেন, “ও তো এর যোগ্য নয়।যে নিজের পরিবারকে ঠিক রাখতে পারে না, যোগ্য স্বামী হতে পারে না, যোগ্য বাবা হতে পারে না, যোগ্য ভাই হতে পারে না সে কি করে পারবে।ও পরিবারকে ঠকাচ্ছে। দেশকে ঠকাচ্ছে।” এমন চাঞ্চল্যকর অভিযোগ করতে গিয়ে হাসিন শামিকে দেশ বিরোধী বলতেও ছাড়েননি। হাসিন আরও বলেন, “ও তো একজন পাকিস্তানের মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। ওর সঙ্গে আরও অনেক মেয়ের সম্পর্ক আছে। তার সঙ্গে চ্যাটিং করে। কথা বলে। আমাকে তো ও এখন সহ্যই করতে পারে না।”

এখানেই না থেমে ঐ টিভি চ্যানেলকে হাসিন আরও চাঞ্চল্যকর অভিযোগ জানায়। যেখানে তিনি অভিযোগ করে বলেন, “ইউসএ-তে ওর একজন পরিচিত আছে। সে ওকে প্রস্টিটিউটদের ছবি পাঠায়। তাদের কত রেট সেটাও পাঠায়। ও সেগুলি দেখে পছন্দ করে জানায়। ওর সঙ্গে একাধিক মেয়ের সম্পর্ক আছে। আমি যদি এসব প্রতিবাদ করতে যাই তখন আমার উপর নানাভাবে নির্যাতন করতে থাকে। মারধর থেকে শুরু করে খুনের হুমকি পর্যন্ত দিতে বাকি রাখেনি। মাকে পাগল বানানোরও চেষ্টা করেছে। তবু আমি পরিবারের স্বার্থে এতদিন চুপ করে ছিলাম। কিন্তু আর আমি পারছি না। অসহ্য হয়ে উঠছে।” হতাশার সুরে বলতে থাকেন হাসিন জাহান।

দক্ষিণ আফ্রিকা সফরে শামির সঙ্গে যাওয়ার বিষয়টি বলতে গিয়েও হতাশা প্রকাশ করে বলেন, “ওখানে আমি গেছিলাম ওর সঙ্গে জোর করে। আমাকে ও তো নিয়েই যাবে না। তবু আমি ওর সঙ্গে জোর করে গেছি। সেখানে হোটেলের ঘরে আমাকে একাই থাকতে হতো। ও হোটেলে ফিরেও সেভাবে কথা বলত না। বেশ বিরক্ত হতো। পরে অবশ্য ওয়ান ডে টিমে সুযোগ না পাওয়ায় এক সাথেই আমরা দেশে ফিরে আসি।

শামি অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিয়ে এক টুইট করে জানিয়েছেন, “এর পিছনে নিশ্চয় কারো হাত আছে। কিন্তু আমি সব কিছু জেনে নিয়ে পরে এ নিয়ে জানাব। আমি আগেও যা ছিলাম এখনও তাই আছি। এটা আমার খেলাকে নষ্ট করার চক্রান্ত হতে পারে।”

Published on: মার্চ ৭, ২০১৮ @ ২৩:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

56 − 49 =