এসএসসি দুর্নীতি মামলাঃ গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ঘনিষ্ঠ অর্পিতার আবাসন থেকে উদ্ধার কোটি কোটি টাকা

Main অর্থ ও বাণিজ্য দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২৩, ২০২২ @ ১৩:৩৫

এসপিটি নিউজ, কলকাতা, ২৩ জুলাই: আজ সকালে নাকতলা বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বা ইডি গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে রাজ্যের শিল্পমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী। এছাড়াও তিনি রাজ্য তৃণমূলের মহাসচিব ছিলেন।গতকালই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিত মুখোপাধ্যা্যের টালিগঞ্জের আবাসন থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।আজ সকাল পর্যন্ত উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমান দাঁড়িয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা। এছাড়াও ৭৯ লক্ষ টাকা মূল্যের গয়না উদ্ধার হয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে।৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। অর্পিতাকে আটক করার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্য্যকে আটক করা হয়েছে।

এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত শুরু করে ইডি। তারা রাজ্যের বর্তমান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা শুরু করে। জেরায় উঠে আসে তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। এর পর ইডি গতকাল অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালায়। সেখান থেকে তারা মোট ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করে। উদ্ধার হওয়া বেশ কিছু টাকা পাওয়া গিয়েছে মিনিস্ট্রি-ইন-চার্জ, স্কুল অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট-এর নাম লেখা খামে। পাশাপাশি অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে ইডি-র সন্দেহ আরও জোরালো হয়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করারও অভিযোগ ওঠে। এমনকি পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেও তিনি বহু প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন। এরপরই এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট পার্থ চট্টোপাধায়কে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়।

শনিবার সকালে ইডি-র তদন্তকারী অফিসাররা হানা দেয় নাকতলার বাড়িতে। সেখন থেকে গ্রেফতার করা হয় রাজ্যের বর্তমান মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে।একই সঙ্গে আটক করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।ইডি-র অফিসারদের তল্লাশি অভিযান অব্যাহত। গতকাল থেকে শুরু করে এখনও পর্যন্ত অর্পিতার টালিগঞ্জে ডায়মন্ড সিটি আবাসন থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা, ৭৯ লক্ষ টাকার সোনা, ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে আটটি জায়গার নাম।

Published on: জুলা ২৩, ২০২২ @ ১৩:৩৫


শেয়ার করুন