লোসভায় রাহুলের ‘প্রেম’, এগিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর গলা জড়িয়ে ধরলেন

দেশ
শেয়ার করুন

Published on: জুলা ২০, ২০১৮ @ ২০:১৩

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতীয় সংসদের ইতিহাসে এ এক আলাদা দিন। দুই প্রবল প্রতিপক্ষের মধ্যে এমন দৃশ্য যা দেখে হতচকিত হয়ে গেল গোটা সংসদ। তাও আবার বিজেপি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের দিনেই। এর আগে কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী বলেন-“হিন্দু হওয়ার অর্থ এই যে আপনি আমার দিকে যা কিছু ছুঁড়ে মারুন না কেন আমি আপনার গলা জড়িয়ে ধরব।” এর আগে রাহুল বলেন, “পিএম আমার সঙ্গে চোখে চোখ মেলাতে না পারলেও আজ কিন্তু তিনি আমার সঙ্গে গলায় মিলিয়েছেন।”

এরপর রাহুল গান্ধী যখন নিজের আসনে গিয়ে বসেন তখন তিনি দলীয় সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চোখ মারেন, আর তা সঙ্গে সঙ্গে তা ক্যামেরা বন্দি হয়ে যায়। যা কংগ্রেসের পক্ষে ভালো নাও হতে পারে। এসব রাহুলের বিরুদ্ধে যেতে পারে।মনে করছে রাজনৈতিক মহল।

এর আগে রাহুল অনাস্থা প্রস্তাবের পক্ষে বলতে উঠে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন প্রধানমন্ত্রী মোদি আর বিজেপি সভাপতি অমিত শাহ আলাদা ধরনের নেতা। রাহুল বলেন,”প্রধানমন্ত্রী নিজের মনের কথা দেশকে বলেছেন। বাইরে আপনাদের সহযোগী দলের নেতারা আমাকে বলেছেন-আপনি খুব ভালো বলছেন। পুরো বিরোধী এবং আপনাদের সহযোগীরাই প্রধানমন্ত্রীকে হারাতে চলেছেন। তারা বলেছেন, আপনাদের মধ্যে আমার বিরুদ্ধে রাগ আছে, আপনাদের কাছে আমি পাপ্পু, আলাদা-আলাদা গালি দিতে পারেন, আমাকে ঘৃণা করতে পারেন। কিন্তু তাই বলে আমি আপনাদের বিরুদ্ধে এত রাগ, ক্ষোভ, ক্রোধ, ঘৃণা দেখাব না। কারণ, আমি একজন কংগ্রেসী। এই ভাবনা আমার ভিতরে আছে, আমি আপনাদের ভিতর থেকেও সেই ঘৃণা ত্যাগ করাবো।”

রাহুল গান্ধী শুক্রবার লোকসভায় বলেন,” প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমার কোনও রাগ কিংবা ঘৃণা নেই। কারণ, বিজেপি, প্রধানমন্ত্রী এবং আরএসএস আমাকে কংগ্রেসসের মানে বুঝিয়েছেন-তারা বলেছেন, কেউ তোমায় যাই বলুক না কেন তোমার মনে তার বিরুদ্ধে ভালোবাসা থাকা উচিত। তাই আপনাদের আমি ধন্যবাদ দিতে চাই, কারণ, আপনারা আমাকে আমার ধর্ম, হিন্দু হওয়ার মানে, শিবজির মানে বুঝিয়েছেন, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না।

Published on: জুলা ২০, ২০১৮ @ ২০:১৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 4 =