সংবাদদাতা- বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ফেব্রু ১৩, ২০১৮ @ ২১:৪১
এসপিটি নিউজ, লালগড়, ১৩ ফেব্রুয়ারিঃ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। ইতিমধ্যে এখানে বাঘ সুমারিও শুরু হয়ে গেছে। বাঘের দেখা পাওয়া যায় উত্তরবঙ্গে ডুয়ার্সের জঙ্গলেও। যদিও তা লেপার্ড জাতীয়। কিন্তু দক্ষিণবঙ্গে ঝাড়গ্রামের লালগড়ের জঙ্গলে বাঘ! এটা সত্যিই অদ্ভূত শোনাচ্ছে। কিন্তু আমাদের কেছে অদ্ভূত শোনালেও সেখানকার মানুষজন কিন্তু ধরে নিয়েছে তাদের এলাকায় ঢুকে পড়েছে এক হিংস্র বাঘ। যে কিনা তার অস্তিত্ব জানান দিতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সে কয়েকটি গরুর উপর আক্রমণ করেছে। তাদের গায়ের মাংস খুবলে নিয়েছে। এমনকী, গ্রামের একটি বাছুরকেও খেয়ে ফেলেছে বলে গ্রামবাসীরা দাবি করেছে।
বাঘের আতংক এখন এমন জায়গায় পৌঁছেছে যে বন দফতর প্রথমে বিষয়টি সেভাবে গুরুত্ব না দিলেও এখন তারাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে। মঙ্গলবারই জেলা বনাধিকারিক রবীন্দ্রনাথ সাহা বন দফতরের একটি দল নিয়ে লালগড়ের জঙ্গলে ঘুরে দেখেন। এমনকী বাঘ বলে গ্রামবাসীরা যে দাবি তুলছেন বন দফতরের দলটি সেই জন্তুর পায়ের ছাপের নমুনাও সংগ্রহ করে নিয়ে যান।
পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে, লালগড়ের এই জঙ্গল লাগোয়া ঝিটকা, পড়াডিহা, রামগড়, আমলিয়া, পাথরপাড়া সহ গ্রামগুলির মানুষজন সন্ধে নামার আগেই বাড়িতে ঢুকে পড়ার চেষ্টা করছেন। বাড়ির বাইরে এখন আর গ্রামের কেউ গরু-বাছুর-ছাগল-ভেড়া-মুরগি বাড়ির বাইরে নিয়ে যাচ্ছেন না। স্কুলের ছেলে-মেয়েদেরও বাড়ি থেকে ছাড়তে ভসা পাচ্ছেন না বাবা-মায়েরা। সর্বত্রই এক বাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে।
পড়াডিহা শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা শোভনা রায় জানান, বন দফতর যতদিন পর্যন্ত জন্তুটিকে না ধরতে পারছে ততদিন পর্যন্ত শিশু শিক্ষা কেন্দ্রটি বন্ধ রাখা হচ্ছে। কারণ, যেভাবে জন্তুটি গৃহপালিত পশুদের উপর চড়াও হয়ে তাদের আক্রমণ করেছে তাতে আমাদের ভয় বেড়ে গেছে।
বন দফতর অবশ্য লালগড়ের জঙ্গল লাগোয়া এলাকায় জোর তল্লাশি শুরু করে দিয়েছে। বাঘ কিংবা বাঘ জাতীয় ঐ অজানা জন্তুটির খোঁজে।মঙ্গলবার মেদিনীপুর বনবিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা নিজে যান জঙ্গল লাগোয়া এলাকা পরিদর্শনে।নমুনা সংগ্রহ করেন ওই জন্তুটির পায়ের ছাপের।
কথা বলেন আতঙ্কিত গ্রামবাসীদের সঙ্গেও। জন্তুটি যে বাঘ তা মানতে বন দফতর নারাজ হলেও সেটি যে বড় আকারের কোনও জন্তুর সেকথা বন দফতর স্বীকার করে নিয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি জন্তুটির আক্রমণে জখম হছিল বেশ কয়েকটি গরু। এমনকী, সোমবার লালগড়ের পাথরপাড়া গ্রামে সোমবার বাঘটি একটি বাছুরকে খেয়ে ফেলেছে বলে গ্রামবাসীরা জানিয়েছে। আমলিয়া গ্রামের এক বাসিন্দা বাঘ দেখেছে বলে দাবি করেছে। বন দফতর অবশ্য কোনও ঝুঁকি নিতে চাননি। তারা মাইকিং কর জঙ্গল লাগোয়া গ্রামের মানুষদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
Published on: ফেব্রু ১৩, ২০১৮ @ ২১:৪১