সিআইডি-র জালে আরও এক পুলিশ আধিকারিক, পুলিশের মধ্যেই প্রশ্ন-আর কতজন

রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৩, ২০১৮ @ ২৩:৩৮

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারিঃ স্বরূপনগরের গরু ব্যবসায়ী ইউনিস আলি মণ্ডলের অভিযোগের তদন্তে নেমে সিআইডি পশ্চিম মেদিনীপুরের আরও এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করল।যিনি বর্তমানে জেলার মোহনপুর থানায় কর্মরত ছিলেন।সাম্প্রতিককালে সারা দেশে এমন ঘটনা সম্ভবত প্রথম যেখানে একটি জেলায় একই মামলায় পরপর তিনজন পুলিশ আধিকারিক গ্রেফতার হলেন।এমনকী, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে জেলার প্রাক্তন পুলিশ সুপারের বিরুদ্ধেও।

গ্রেফতার হোয়া ঐ পুলিশ অফিসারের নাম রাজশেখর পাইন। ইতিমধ্যে সিআইডি তার বারাকপুরের বাড়ি, শ্বশুর বাড়ি, শ্যালিকার বাড়িতে তল্লাশি চালায়। হিসাব বহির্ভূত টাকা ও সোনা উদ্ধার করার খবর মেলে। এরপর রাজশেখর পাইনকে দেকে পাঠায় সিআইডি। কিন্তু তার কাছ থেকে পাওয়া জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাকে মঙ্গলবার গ্রেফতার করে সিআইডি।

বুধবার রাজশেখর পাইনকে তোলা হবে আদালতে। এই নিয়ে ভারতী ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিন পুলিশ অফিসারকে গ্রেফতার করল সিআইডি। ইতিমধ্যে রাজ্যজুড়ে পুলিশের মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে। একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে আর কতজন? পুলিশের একাংশ বলছে,”সিআইডি যেভাবে এক গরু ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একের পর এক পুলিশ অফিসারকে গ্রেফতার করছে তাতে তো মনে হচ্ছে রাজ্যে পুলিশই বোধহয় সবচেয়ে বড় অপরাধী।”

Published on: ফেব্রু ১৩, ২০১৮ @ ২৩:৩৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 4