রাগিনীর সেক্সি ছবি সোশ্যাল মিডিয়ায় হয়ে গেল ভায়রাল

দেশ বিনোদন
শেয়ার করুন

Published on: মে ৩০, ২০১৮ @ ২২:৫৩

এসপিটি মিউজ ডেস্কঃ বোল্ড বেবসিরিজের বিষয়ে কথা বলতে গেলে রাগিনী এমএমএস-এর নাম সবার উপরে থাকবে। এমনকি, এই সিরিজে স্টার করিশ্মা শর্মা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বোল্ড সুপারস্টার হয়ে গেছে।তাঁর সেক্সি ছবিগুলি একের পর এক ভায়রাল হয়ে চলেছে।

করিশ্মাই এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলিউডে। নবাগতা নায়িকাদের মধ্যে এখন সে হয়ে উঠেছে হট আর সেক্সি। তাঁর কেরিয়ার শুরু হয় একতা কাপুরের “ইয়ে হ্যায় মোহব্বতে” দিয়ে। এরপর তিনি সুযোগ পান একতা কাপুরেরই বোল্ড বেবসিরিজে।

এবার করিশ্মার কয়েকটি বোল্ড ছবি নিয়ে আলোড়ন পড়ে গেছে। তাঁর কিছু ছবু ভায়রাল হয়ে গেছে। যেখানে তাঁকে বাথটবে ফটোশ্যুট করতে দেখা গেছে।

এরপর করিশ্মাকে আরও এক বেবসিরিজে দেখা যাবে। যেখানে তাঁকে আরও বেশি সেক্সি দেখাবে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও ভায়রাল হয়ে গেছে।

Published on: মে ৩০, ২০১৮ @ ২২:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

70 − 69 =