আন্তর্জাতিক এই বিমানবন্দর জলবন্দি, তবু সংযমের পরিচয় দিল সেখানকার মানুষ

দেশ
শেয়ার করুন

Published on: মে ৩০, ২০১৮ @ ২৩:২৩

এসপিটি নিউজ ডেস্কঃ উপরে যে ছবিটি দেখছেন সেটি আমাদের দেশেরই এক আন্তর্জাতিক বিমানবন্দর। এটি আন্দামানে পোর্টব্লেয়ার বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।যেখানে প্রবল বর্ষণে জলবন্দি হয়ে পড়ে বিমানবন্দরটি।এমন অবস্থা হলেও সেখানকার মানুষ কিন্তু ধৈর্য্য হারায়নি। তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। সংযমের পরিচয় দিয়েছে।

এই চেহারা কলকাতা বিমানবন্দরে হলে রাজনৈতিক দলের নেতাদের কথার ফুলঝুরি ফুটত। সংবাদ মাধ্যমের প্রথম পাতায় খবরের শিরোনাম হয়ে যেত। টিভি চ্যানেলে “সব জান্তা” সঞ্চালকরা কয়েকটি “অপগণ্ড”কে নিয়ে এন্টারটেইনমেন্ট-এ বসে যেত।

অথচ দেখুন এই আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতর এভাবে জলে ভেসে গেল, কটা কাগজে খবরের শিরোনাম হয়েছে? কটা নিউজ পোর্টালে খবর হয়েছে। হলেও তা সেভাবে গুরুত্ব পায়নি।

এটা হওয়াই তো স্বাভাবিক। বৃষ্টির পরিমান বেশি হয়েছে তাই বিমানবন্দরের ভিতর জল ঢুকে গেছে। জল বেরোনোর বা নিকাশি ব্যবস্থা সেরকম না থাকার ফলে এমনটা হয়েছে।দুদিন পর আবার হয়তো স্বাভাবিক হয়ে যাবে।

Published on: মে ৩০, ২০১৮ @ ২৩:২৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 80 = 83