কমনওয়েলথে সোনা জয়ী শুটার তেজস্বিনীকে শুভেচ্ছে প্রধানমন্ত্রীর, দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ বললেন সিন্ধুকে

খেলা দেশ
শেয়ার করুন

Published on: এপ্রি ৩০, ২০১৮ @ ২১:৫৩

এসপিটি স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে সোনা ও রূপো জয়ী শুটার তেজস্বিনী সায়ন্ত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এছাড়াও পিভি সিন্ধু, সাইনা নেহোয়াল সহ আরও এক ঝাঁক সফল খেলোয়াড়। সকলের ভারতীয় ব্লেজার পড়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী সকলের সঙ্গে করমর্দন করেন। দেশের এইসমস্ত সফল খেলোয়াড়কে শুভেচ্ছাও জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেশের আরও এক প্রতিভাবান শুটার অপূর্ভি চান্ডিলা। যিনি এবারের কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক লাভ করেন। প্রধানমন্ত্রী তাঁরও সফল ভবিষ্যৎ কামনা করেন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন সাইনা সিন্ধুর পাশাপাশি স্কোয়াশ খেলোয়াড় দিপীকা পাল্লিকাল সহ অন্য খেলোয়াড়রা। এবারের কমনওয়েলথে দুটি স্বররণ পদক পান সাইনা। প্রধানমন্ত্রী তাঁর টুইটে সিন্ধুকে শুভেচ্ছে জানানোর পাশাপাশি বলেন, আপনার খেলা দীর্ঘ সময় অনুসরন করেছি, আপনি দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে নিজেকে মেলে ধরেছেন। আপনি আপনার নিজের খেলা ভাল রাখা এবং এটি হবে অত্যন্ত অনুপ্রেরনীয়।ছবি-টুইটার

Published on: এপ্রি ৩০, ২০১৮ @ ২১:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =