রাঁচিতে পৌঁছেছেন লালু, আজ আত্মসমর্পন করার কথা

দেশ
শেয়ার করুন

Published on: আগ ৩০, ২০১৮ @ ১১:১৬

এসপিটি নিজ ডেস্কঃ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বুধবারই রাঁচি পৌঁছে যান। তিনি চার দুর্নীতির মামলায় অভিযুক্ত এবং জামিনে ছিলেন। চিকিৎসার জন্যই আদালত তাঁকে জামিন দিয়েছিল। ১৭ মার্চ তাকে রিমস পাঠানো হয়েছিল। আজ তাকে সিবিআই আদালতে আত্মসমর্পন করতে হবে। রাঁচি পৌঁছতেই রাষ্ট্রীয় জনতা দলের নেতারা তাকে স্বাগত জানান।

গত ২৫শে আগস্ট লালুর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হলেও আদালত তা খারিজ করে দেয়। এর পর তাকে বিরসা মুন্ডা জেলে পাঠানো হবে না কি ফের রিমস পাঠানো হবে তা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

এদিকে রাঁচিতে বৃহস্পতিবার সকালে লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রধান বাবুলাল মারান্ডি।

Published on: আগ ৩০, ২০১৮ @ ১১:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =