বিশ্বভ্রাতৃত্ব শোভাযাত্রায় গিয়ে নবকুমার দাস বলেন- সর্ব ধর্মের সমন্বয় হলেন বাবা লোকনাথ

Main দেশ ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৬, ২০২৫ at ১৯:৪২

এসপিটি নিউজ, কলকাতা, ৬ জানুয়ারি: গতকাল কলকাতায় এক বিশ্বভ্রাতৃত্ব শোভাযাত্রা বের হয়। সেখানে ভবা পাগলার উদ্দেশ্যে শোভাযাত্রাটি কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে রওনা হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে ট্যাবলো সাজিয়ে বের হয়। তবে এর মধ্যে সিংহভাগই ছিল চাকলা লোকনাথ ধামের এবং তাদের সঙ্গে সংযুক্ত বিভিন্ন লোকনাথ মন্দির। শোভাযত্রা শেষে লোকনাথ ভক্তরা হাজির হয়েছিলেন আদ্যাপীঠে মুরাল ভাইয়ের এক অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে হাজির হয়ে বাবা লোকনাথের মহানাম প্রচারক নবকুমার দাস বলেন- “সর্ব ধর্মের সমন্বয় হলেন বাবা লোকনাথ’।

ভবা পাগলার মন্দিরের পক্ষ থেকে কলকাতায় গতকাল এক উদ্দেশ্যে  এক সর্বধর্ম সমন্বয়ের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় কলকাতায়। এটি সিমলাপাড়ায় বিবেকানন্দের বাড়ি থেকে বের হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয়। এদিন অনুষ্ঠানটি পরিচালনা করলেন গোপাল ক্ষেত্রী।

বাবা লোকনাথের মহানাম প্রচারক এবং চাকলা মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য নবকুমার দাস বলেন- “কিন্তু এখানে অংশগ্রহণে সিংহভাগই ছিল চাকলার লোকনাথ সেবাশ্রম সংঘের। লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামের সব কর্মকর্তারাই এদিন উপস্থিত ছিলেন। লোকনাথ নামাঙ্কিত বেশিরভাগ সংগঠনই এদিন আমাদের সাথে ছিল। এদিন ৮০-৯০ শতাংশ গাড়ি কিন্তু আমাদেরই ছিল। শ্যাম্বাজার পাঁচ মাথার মোড় থেকে শোভাযাত্রা শেষে আমরা স্কলে অদ্যাপীঠে মুরাল ভাইয়ের এখানে এসেছি।  এখানে আবার একটা অনুষ্ঠান হবে। সবাইকে জানাতে চাই লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম। আর এখানের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সাহায্য করেছেন চাকলা মন্দিরের জন্য সেজন্য আমরা ওনাকে চিরকাল মনে রাখব। মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাইকে নিয়ে চলেন। আমাদের বাবা লোকনাথও সকল ধর্মকে নিয়ে চলেছেন। সব ধর্মের সমন্বয় কিন্তু বাবা লোকনাথ ব্রহ্মচারী। একমাত্র লোকনাথ বাবা যিনি মক্কায় গিয়ে কোরান শরিফ পড়েছেন। ঠিক তেমনই মক্কার আব্দুল গফুরও পড়েছেন আমাদের পুরান। এই যে দু’জনের মধ্যে মেলনন্ধন ছিল তা সারা পৃথিবীর লোকদের জানা উচিত। স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন সব ধর্মকে নিয়ে এক সাথে চলার কথা। বাবা লোকনাথও কিন্তু তারও অনেক আগে সেই একই কথা বলে গিয়েছেন। বাবা লোকনাথ বলতেন- আমার কাছে হিন্দু, মুসলিম সব সমান। বারদীতে যেমন বহু মুসলিমরা আসেন ঠিক তেমনই চাকলাধামেও মুসলিমরা আসে্ন বাবা লোকনাথকে দর্শন করতে। তাই আপনারা মাসে অন্তত একবার হলেও বাবার জন্মস্থান চাকলাধামে আসবেন। আজ আমরা গর্বিত যে বিভিন্ন লোকনাথ নামাঙ্কিত লোকনাথ মন্দির চাকলাধামের সঙ্গে জুড়েছে ।“

ত্রিবেণী লোকনাথ সেবা নিকেতনের পক্ষে সুব্রত মুখার্জি বলেন- “চাকলার প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান প্রচারক নবকুমার দাস যেটা বললেন তা হল আজ যে কলকাতায় সনাতনী র‍্যালি হয়েছে তার বেশিরভাগ অংশ জুড়েই ছিল চাকলা লোকনাথ সেবাশ্রম সঙ্ঘ। আমিরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে লোকনাথ বাবার প্রচার করে থাকি। লোকনাথ বাবার জন্মস্থান চাকলা তা আজ কারও কাছে অজানা নয়। আজ আমরা নবকুমার দাসকে পাশে পেয়েছি। এমনকি এখানে আজ অগণিত চাকলার সদস্য-কর্মকর্তারা আছেন।

এদিনের অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন -চাকলা মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য ও বাবা মহানাম প্রচারক নবকুমার দাস, চাকলা মন্দির কমিটির সভাপতি সুমিত রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার সেন, কালীঘাট লোকনাথ মন্দিরের পক্ষে গঙ্গাদাস বসাক, সহ রও অনেকে।

Published on: জানু ৬, ২০২৫ at ১৯:৪২


শেয়ার করুন