BIMSTEC সামিটে অংশ নিতে কাঠমান্ডু পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অর্থ ও বাণিজ্য দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: আগ ৩০, ২০১৮ @ ১০:৪০

এসপিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সকালে প্রতিবেশি দেশ নেপালে পৌঁছে যান। এদিন তিনি পৌঁছন নেপালের রাজধানী কাঠমান্ডু।কেন্দ্রে ক্ষমতায় আসার পর গত চার বছরে এই নিয়ে প্রধানমন্ত্রী মোদির এটি চতুর্থ সফর। বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (BIMSTEC/বিমস্টেক)সামিটে অংশ নিতেই তাঁর এই সফর। এটি চতুর্থ সামিট।

এই সামিটের শুরুতেই বিমস্টেকের নেতা আয়োজক নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে সাক্ষাত করবেন। এরপর সম্মেলনের উদ্বোধন হবে।সামিট শেষ হবে আগামীকান ৩১শে আগস্ট। ব্যাঙ্ককের ঘোষণা পত্র অনুযায়ী ১৯৯৭ সালের ৬ জুন বিমস্টেকের সূচনা হয়।

এতে বাংলার নদী অধ্যুষিত দেশ বাংলাদেশ, নেপাল,ভুটান,ভারত, মিয়ানামার, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড রয়েছে। এই সামিটের মূল উদ্দেশ্য হল বাংলার নদী অধ্যুষিত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে আর্থিক সহযোগিতা বাড়ানো।

Published on: আগ ৩০, ২০১৮ @ ১০:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

99 − = 90