Published on: মার্চ ১, ২০১৮ @ ১৬:৪৬
এসপিটি স্পোর্টস ডেস্কঃ ভারতীয় দলে মাহেন্দ্র সিং ধোনি এখন একটা প্রতিষ্ঠিত নাম। আইকনও বটে।দেশের সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষক অধিনায়ক হিসেবে তাঁর সুনাম সর্বজনবিদিত। কিন্তু এমন একজন বিখ্যাত খেলোয়াড়ের হেলমেটে জাতীয় পতাকা থাকবে না, যেখানে দেশের আরও দুই সেরা আইকন শচীন তেন্ডুলকর ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি তাদের হেলমেটে জাতীয় পতাকা ব্যবহার করেন। এই বিষয়টি বহুদিন থেকেই প্রশ্ন উঠছিল।
প্রশ্নটি ধোনির কানেও পৌঁছয়। তিনি বিষয়টির সুন্দর ব্যাখ্যা দেন। এই ব্যাখ্যার পর দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার ধোনি সম্পর্কে আর কোনও প্রশ্ন থাকবে না বলেই আশা করা যায়।
কি বলেছেন ধোনি, আসুন শুনে নেওয়া যাক।
ধোনি বলেছেন- ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে সময়ের মূল্য অনেক। তিনি চান না সেই সময় তার জন্য নষ্ট হোক। খেসারত দিক দল। এই দুই ফর্ম্যাটে দ্রুত গতি সম্পন্ন বোলিং ও স্পিন বোলিং হয়ে থাকে। যখন জোরে বোলিং হয় তখন তাকে মাথায় হেলমেট পড়তে হয়। আবার স্পিন বোলিং-এর সময় তিনি মাথায় টুপি পড়ে থাকেন। তাই বোলিং চেঞ্জের সময় তাকে বারবার ১২তম খেলোয়াড়কে হেলমেট দিতে ঢুকতে হবে। এজন্য সময় নষ্ট হবে। তাই সময় নষ্ট থেকে বাঁচতে তিনি হেলমেট ও টুপি দুটি নিয়েই মাঠের ভিতর প্রবেশ করেন।
সেক্ষেত্রে স্পিন বোলিংয়ের সময় হেলমেট মাটিতে রেখে দেন। মাথায় তখন টুপি পড়া থাকে। আবার জোরে বোলিংযের সময় মাথায় হেলমেট পড়ে নেন। তখন টুপি তার কোমরে গোঁজা থাকে। নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা কখনও মাটিতে রাখা যায় না। ধোনি তাই জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই তিনি তার হেলমেটে তেন্ডুলকর কিংবা কোহলির মতো জাতীয় পতাকা ব্যবহার করেননি।এটাই মূল কারণ।সূত্রঃ দৈনিক জাগরণ
Published on: মার্চ ১, ২০১৮ @ ১৬:৪৬