বিশ্ব পর্যটন খুলতে শুরু করেছে, দেশের পর্যটনে এসেছে নয়া মোড়- জানালেন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি

Main অর্থ ও বাণিজ্য দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৬, ২০২২ @ ২০:৪২
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:  ধীরে ধীরে খুলতে শুরু করেছে পর্যটনের দরজা। বিশ্বের নানা প্রান্তে একাধিক দেশই তাদের পর্যটন শিল্পকে উন্মুক্ত করে দিচ্ছে। ইতিমধ্যে ভারত তাদের পর্যটনকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে নানা ধরনের পরিকল্পনা নিয়েছে। মহামারীর পর দেশের পর্যটনে এসেছে এক নয়া মোড়। বলা যেতে পারে কোভিড-১৯ মহামারী ভারতের পর্যটনকে বিশ্বের দরবারে এক নয়া উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। সংবাদ প্রভাকর টাইমস (এসপিটি)কে দেওয়া একান্ত সাক্ষাতকারে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন ট্রাভেল এজেন্টস ফেদারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।

‘বিজনেস এখন এগিয়ে যাবে’

পর্যটনের বর্তমান হালহকিকত জানাতে গিয়ে এসপিটি-কে অনিল পাঞ্জাবি বললেন- “এখন যা দেখছি তাতে নতুন করে যদি না বাড়ে তাহলে প্যাসেঞ্জার ট্রাভেল করে তাহলে বিজনেস আবার তার ট্র্যাকে ফিরবে। আগে যেমন নানা ধরনের ট্রাভেল ছিল – ছাত্ররা যাবে, বিজনেসম্যান যাবে কিছু লোক বেড়াতে যাবে, পয়েন্ট টু পয়েন্ট যাবে। লং জার্নিতে যাবে না, তিন-চার সপ্তাহের জন্য যাবে না। তবে ছোট ট্যুর হবে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে বিজনেস এখন এগিয়ে যাবে। এভাবে এগোলে বিজনেস কিছুদিনের মধ্যেই স্বাভাবিক জায়গায় চলে আসবে। এটা নিঃসন্দেহে একটা খুব ভালো দিক।”

“এই মুহূর্তে ছবিটা খুবই ভালো দেখছি। মনে করতেই পারি এখন পরিস্থিতি অনেকটাই মজবুত। আগে এমন একটা সময় এসে গেছিল যে মানুষ ভাবতে শুরু করেছিল কবে আমরা বেরোতে পারব, এখন সেই পরিস্থিতি থেকে তারা বেরিয়ে এসছে। এখন মানুষ প্ল্যানিং করছে। বেরোতে শুরু করে দিয়েছে।”

আগামী ১৫ মার্চ-এর পর থেকে উঠে যাবে কোয়ারেনটাইন

“মালয়েশিয়া, সিঙ্গাপুরে গেলে কলকাতার জন্য কোয়ারেন্টাইন আছে তবে দিল্লি ,মুম্বই-এর জন্য নেই। দিল্লি, মুম্বই-এর ক্ষেত্রে সিঙ্গাপুর ভিটিএল অর্থার ভিসা ট্রাভেল পাস চালু করেছে। এটা কলকাতা থেকে গেলে তা পাওয়া যাচ্ছে না। এখান থেকে গেলে তাকে কোয়ারেন্টাইনে থাকতেই হবে। আসলে সমস্যাটা কলকাতার নয়। এটা ওদের সমস্যা। আসলে কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই থেকে গেলে তাদের জন্য কোয়ারেনটাইন থাকছে। তবে এটা বেশিদিন থাকবে না। উঠে যাবে। আশা করছি, আগামী ১৫ মার্চ-এর পর থেকে উঠে যাবে।” মনে করছেন অনিল পাঞ্জাবি।

আগামী কয়েক মাসের মধ্যে গোটা বিশ্বের ৮০ শতাংশ খুলে যাবে

তিনি বলেন- “মার্চের পর থেকে বিজনেস ভালো হয়ে যাবে। তাছাড়া কনস্যুলেট, দূতাবাস খুলে যাচ্ছে। লং টার্ম ভিসার জন্য অনেকেই আবেদন করছে আমেরিকা, কানাডায়। মালদ্বীপ এখন খুলে গেছে। হনিমুন-এর ক্ষেত্রে তো এই দেশ খুবই ব্যয়বহুল ছিল কিন্তু এখন মহামারীর পর তো থাইল্যান্ডের থেকেও সস্তা হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে গোটা বিশ্বের ৮০ শতাংশ খুলে যাবে। ১৫ মার্চ, ইন্দোনেশিয়া, কানাডা খুলছে। ২১ ফেব্রুয়ারি অস্টেলিয়া খুলে গেছে। নিইজিল্যান্ড, হংকং ছাড়া সবই খুলে যাবে।”

দেশের পর্যটনে নয়া দিক

অনিল পাঞ্জাবি বলেন- “এমনকি আমাদের দেশ ভারতও আগামী ১৫ মার্চ থেকে আন্তর্জাতিক পর্যটনের দরজা খুলে দিচ্ছে। তাছাড়া ভারত সরকার পর্যটনকে তুলে ধরার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। কিছু পরিকল্পনা করছে, যেখানে বলা হচ্ছে যে যদি কোনও পর্যটক ভারতে আসে তাহলে এজেন্টরা যদি সেটা রি-সেল করে তাহলে তাদের ইনসেনটিভ দেওয়ার কথা ভাবা হচ্ছে।”

“আর একটা দিক হল এই কোয়ারেনটাইনে থেকে বহু পর্যটক যেভাবে দেশের ভিতরের নানা স্থান দর্শন করেছে দেখেছে তারপর তারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এতে একটা ভালো দিক উঠে এসেছে – তা হল, বিদেশে বহু মানুষ আমাদের দেশের অনেক অচেনা জায়গার সঙ্গে পরিচিত হয়েছে এবং স্থাগুলির প্রতি তারা দারুনভাবে আকৃষ্ট হয়েছে। এতে এনআরআই যারা তাদের ভ্রমণের তালিকায় দেশের এই জায়গাগুলি স্থান পেতে শুরু করেছে। এটা একটা বিজনেসের দারুন দিক। বলা যেতে পারে নয়া দিক খুলে গেছে।” বলেন টাফি’র চেয়ারম্যান।

Published on: ফেব্রু ২৬, ২০২২ @ ২০:৪২


শেয়ার করুন