মোদির মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে

Main দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মে ৩১, ২০১৯ @ ১৫:০৫

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ৩১মে: গতকালই প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার সরকারের দায়িত্ব পেয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। প্রথম ধাপে মন্ত্রিসভায় ৫৭জন সদস্যকে নেওয়া হয়েছে। যেখানে বাংলা থেকে সুযোগ পেয়েছেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি। আজ মন্ত্রিসভার বৈঠকের পরই সরকারিভাবে ঘোষণা করা হবে কে কোন দায়িত্বে এলেন।তবে তার আগে প্রেস ইনফরমেশন ব্যুরো সূত্রে একটি তালিকা হাতে এসেছে। সেই মতো তুলে দেওয়া হল তার তালিকা।

নরেন্দ্র দামোদর দাস মোদি- প্রধানমন্ত্রী

পূর্ণ মন্ত্রী

  1. রাজনাথ সিং- প্রতিরক্ষা
  2. অমিত শাহ- স্বরাষ্ট্র
  3. নিতীন জয়রাম গড়কড়ি- সড়ক ও জাতীয় সড়ক পরিবহন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ
  4. ডি ভি সদানন্দ গৌড়া- রাসায়নিক পদার্থ ও সার
  5. নির্মলা সীতারমন-  অর্থ
  6. রামবিলাস পাসোয়ান- খাদ্য, ক্রেতা সুরক্ষা ও জনবন্টন
  7. রবিশঙ্কর প্রসাদ- আইন ও বিচার, যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি
  8. রসিমরত কাউর বাদল- খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
  9. থাওয়ার চাঁদ গেহলট- সামাজিক বিচার এবং ক্ষমতায়ন
  10. ড. সুব্রহ্মনিয়াম জয়শঙ্কর- পররাষ্ট্র
  11. রমেশ পোখ্রিয়াল ‘নিশাঙ্ক’- মানব সম্পদ উন্নয়ন
  12. অর্জুন মুন্ডা- আদিবাসী উন্নয়ন
  13. স্মৃতি যুবিন ইরানি-নারী ও শিশু উন্নয়ন এবং বস্ত্র শিল্প
  14. ড. হর্ষ বর্ধন- স্বাস্থ্য ও পরিবার কল্যান; বিজ্ঞান ও প্রযুক্তি; বিশ্ব বিজ্ঞান
  15. প্রকাশ জাভদেকর- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার
  16. পীযুশ গোয়েল- রেল, বাণিজ্য ও শিল্প
  17. ধর্মেন্দ্র প্রধান- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং স্টিল
  18. মুক্তার আব্বাস নাকভি-সংখ্যালঘু
  19. প্রহ্লাদ যোশি- সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কয়লা ও খনি
  20. ড. মহেন্দ্র নাথ পান্ডে-দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা
  21. অরবিন্দ গণপত সাওয়ান্ত- ভারী শিল্প এবং গণ উদ্যোক্তা
  22. গিরিরাজ সিং- প্রাণী সম্পদ, দুগ্ধ ও মৎস্য

 রাষ্ট্র মন্ত্রী

  1. ফাজ্ঞান্সিং কুলাসতে- স্টিল
  2. অশ্বিনী কুমার চৌবে- স্বাস্থ্য ও পরবিবার কল্যান
  3. অর্জুন মেঘাওয়াল- সংসদ বিষয়ক এবং ভারী শিল্প ও গণ উদ্যোক্তা
  4. জেনারেল(অবসরপ্রাপ্ত) ভি কে সিং- সড়ক ও জাতীয় সড়ক পরিবহন
  5. কৃষ্ণ পাল- সামাজিক বিচার ও উদয়ক্তা
  6. দানভে রাওসাহেব দাদারাও-ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবন্টন
  7. গি কিষান রেড্ডী- স্বরাষ্ট্র

 স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী

  1. রাজ কুমার সিং- নতুন এবং নবীকরণ শক্তি, ক্ষমতা
  2. হরদীপ সিং পুরী- আবাসন ও নগর উন্নয়ন এবং বেসামরিক বিমান পরিবহন
  3. মনসুখ এল মান্দভিয়া- জাহাজ

Published on: মে ৩১, ২০১৯ @ ১৫:০৫

  


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + = 10