
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: মে ২১, ২০১৮ @ ২২:৫৩
এসপিটি নিউজ, দাঁতন, ২১ মেঃ তৃণমূল করার অপরাধে সেদিন গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছিল সিপিএমের কর্মীদের বিরুদ্ধে। ১৯৯৮ সালের সেই ঘটনার পর আবারও সিপিএমের আতঙ্ক তৃণমূল কর্মী গৌরাঙ্গ চন্দ্রের জীবনে। হাত-পা ভেঙে এখন তাঁর ঠিকানা হয়েছে হাসপাতাল।তাঁকে দেখতে আসে এদিন তৃণমূলের নেতারা।
এদিন হাসপাতালে এসে দাঁতন-১ ব্লকের ওই তৃণমূল কর্মীর সঙ্গে কথা বলেন দলের জেলা সভাপতি অজিত মাইতি, রাজ্যসভার সাংসদ ডা. মানস ভুঁইয়া সহ আরও অনেকে। তাঁরা সকলেই এদিন দলের একনিষ্ঠ কর্মী গৌরাঙ্গ চন্দ্রের সঙ্গে কথা বলে তাঁকে আশ্বস্ত করেন।
অভিযোগ, সেদিন যেভাবে সিপিএমের হার্মাদরা তাঁর স্ত্রীর পেটে লাথি মেরে সদ্যোজাতের চোখ নষ্ট করে দিয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর সেই মেয়েকে সুস্থ করা সম্ভব হয়। এখন সেই শিশু আজ তরুণী হয়েছে। তাঁকে বিয়ে দিয়েছেন গৌরাঙ্গবাবু। কিন্তু আতঙ্ক আজও তাঁর পিছু ছাড়েনি।এবার সিপিএমের সঙ্গে হাত মিলিইয়েছে বিজেপির হামলাকারীরা, বলে অভিযোগ। দুই দলের কর্মীরা মিলে হাত-পা ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ।
যদিও সিপিএম ও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
Published on: মে ২১, ২০১৮ @ ২২:৫৩