বৈদিক ভিলেজ এখন আরও সুন্দর- স্বপরিবারে ঘুরে এসে প্রতিক্রিয়া জানালেন টাফি’র চে্যারম্যান অনিল পাঞ্জাবি

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

বৃহত্তর কলকাতার অন্তর্গত রাজারহাট -নিউটাউন এলাকায় শিকারপুরে অবস্থিত বৈদিক ভিলেজের রিসর্ট।
কলকাতা বিমানবন্দর থেকে নিজস্ব কিংবা ভাড়া গাড়িতে সময় নেবে ২৫ মিনিট।শহরের কেন্দ্র থেকে আসতে সময় নেবে কম-বেশি ৫০ মিনিট।
স্বাস্থ্যবিধি মেনেই কর্তৃপক্ষ রিসর্টকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছে। নিয়মিত ঘরগুলি ও স্থানকে স্যানিটাইজ করা হচ্ছে।
Published on: সেপ্টে ১, ২০২০ @ ১৭:৩২
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ:   কলকাতার উপকণ্ঠে এত সুন্দর এক ভ্রমণের স্থান আছে আমরা অনেকেই হয়তো বা জানি না। আবার কেউ না কেউ হয়তো জানি। কোভিড-১৯ মহামারীর লকডাউনের পর দেশজুড়ে এখন চলছে আনলক-৪। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা অনেকেই হয়তো এই মুহূর্তে মন থেকে সরিয়ে রেখেছেন। তবে আপনার ঘরের কাছে যেখানে বৈদিক ভিলেজের মতো স্থান আছে সেখানে তো আপনার পরিকল্পনা হতেই পারে। ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা ‘টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি তাই কোনওদিক না ভেবেই ঘরের কাছের এই সুন্দর স্থানটিকে পছন্দ করেছিলেন দুদিন আগে। আর গোটা পরিবার নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন সেখানে। ছুটি কাটানোর পাশাপশি মেয়ে শারনার জন্মদিনও পালন করলেন সেখানে। অসাধারণ ব্যবস্থা।

কোথায় অবস্থিত এই বৈদিক ভিলেজ

কলকাতা বিমানবন্দরের পূর্বদিকে উত্তর ২৪ পরগনা জেলার এবং বৃহত্তর কলকাতার অন্তর্গত রাজারহাট -নিউটাউন এলাকায় শিকারপুরে অবস্থিত বৈদিক ভিলেজের রিসর্ট। এখানে পৌঁছতে কলকাতা বিমানবন্দর থেকে নিজস্ব কিংবা ভাড়া গাড়িতে সময় নেবে ২৫ মিনিট।শহরের কেন্দ্র থেকে আসতে সময় নেবে কম-বেশি ৫০ মিনিট।

করোনা মহামারীর পরবর্তী পর্যায়ে নেওয়া হয়েছে নানাবিধ ব্যবস্থা

কলকাতার উপকণ্ঠে অবস্থিত বৈদিক ভিলেজ ঘিরে মানুষের উৎসাহ আছে। টাফি’র চেয়রাম্যান অনিল পাঞ্জাবি জানান, “বর্তমানে বিদেশে ভ্রমণ এখনও সেভাবে স্বাভাবিক হয়নি। আমরা তাই ঠিক করেছিলাম যে কাছেপিঠে কোথাও এমন কোনও জায়গা যেখানে ছুটিও কাটানো যাবে আবার মেয়ের জন্মদিনও পালন করা যাবে। সেই ভেবেই আমরা বৈদিক ভিলেজকে বেছে নিয়েছিলাম। সত্যি, না গেলে জানতেই পারতাম না, সেখানে ব্যবস্থা এত ভালো। স্বাস্থ্যবিধি মেনেই কর্তৃপক্ষ রিসর্টকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছে। নিয়মিত ঘরগুলি ও স্থানকে স্যানিটাইজ করা হচ্ছে। কোথাও কোনও সংক্রমণের চিহ্ন পর্যন্ত রাখা হচ্ছে না।সংক্রামক মুক্ত রাখতে যা যা দরকার তাই করা হচ্ছে। তাই আমাদের মতো কেউ যদি মনে করে এখানে দু’তিনদিনের ছুটি কাটিয়ে যাবে কিংবা কোনও অনুষ্ঠান করবে, অনায়াসে তারা তা করতে পারবে।” সেলস ম্যানেজার সন্দীপ চক্রবর্তী জানান- “এই মহামারী পরিস্থিতিতে আমরা আমাদের ক্লায়েন্টকে সর্বদা আরও ভাল উপায়ে সেবা দেওয়ার জন্য সমস্ত নিয়মাবলী এবং প্রোটোকল বজায় রেখেছি।”

কি কি আছে এই বৈদিক ভিলেজে

এক কথায় এই বৈদিক ভিলেজ বলতে বোঝানো হয়ে শহরের মাঝে ভারতের গ্রামীণ মুক্ত পরিবেশের স্বাদ পাওয়া। এখানে রিসর্ট ও হোটেল উভয়ই আছে। প্রকৃতির মাঝে মোট ১৫০ একর জায়গা আছে। যেখানে কৃষিজমি, ঝিলিমিলি হ্রদ, এক বিস্ময়কর প্রজাপতি, পাখি, ফুল এবং গাছ, পরিষ্কার বাতাস আছে। বলছিলেন সেলস ম্যানেজার সন্দীপ চক্রবর্তী। তিনি আরও জানান, “আমাদের ২৪৩টি ইনভেন্টরি আছে এবং আমাদের এখানে ্বিবাহ কিংবা সামাজিক অনুষ্ঠনের জন্য ব্যাঙ্কুয়েট হল বা লন আছে। আমাদের ইনভেন্ট্রিতে পর্যাপ্ত কক্ষ আছে-হোটেল রুম, রিসর্ট বাংলো রুম, অ্যাকোয়া রুম। এছাড়াও এখানে বিশেষ আয়ুর্বেদিক ট্রিট্মেন্টাল স্পা-এর ব্যবস্থা আছে। অনেকেই এখানে আয়ুর্বেদিক চিকিতসার সুযোগ নিতে এখানে আসেন।”

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি যেমন দেখলেন বৈদিক ভিলেজ

“এক কথায় অসাধারণ।যারা জন্মদিন, বিয়ে কিংবা বিবাহবার্ষিকীর মতো নানাবিধ সামাজিক অনুষ্ঠানের জন্য দূরে কোথাও যাওয়ার কথা ভাবছেন তাদের বলবো- আপনারা আগে নিজের ঘরের কাছের এই অসাধারণ স্থানটা একবার ঘুরে আসুন। আগে একবার যান। নিজের চোখেই দেখুন, তারা কি কি ব্যবস্থা নিয়েছে এবং এখনও পর্যন্ত নিয়ে চলেছে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। গেলে বুঝতে পারবেন বৈদিক ভিলেজ আপনার ভ্রমণ ও অনুষ্ঠান আয়োজনের প্রায় সব লক্ষ্যই পূরণ করবে।”

তাহলে আর দেরী কেন, চলুন বেড়িয়ে পড়ি বৈদিক ভিলেজ।

Published on: সেপ্টে ১, ২০২০ @ ১৭:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

74 − = 64