সংবাদদাতা-বাপ্পা মন্ডল
ছবি-বাপন ঘোষ
Published on: মে ১০, ২০১৯ @ ০৯:০৯
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১০মে: বৃহস্পতিবার মেদিনীপুরে লোকসভা ভোটের প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। যেখানে উপ্সথিত ছিলেন মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের সব দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।বৈঠক ফলপ্রসু হয়েছে বলে জানিয়ে দেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক।
বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘ ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছেন। উত্তরপ্রদেশ থেকে লোক আনার হুমকি দিয়েছেন। তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক।এই কেন্দ্রের সমস্ত লজে অভিযান চালিয়ে বহিরাগতদের গ্রেফতার করা হোক। অর্জুন সিং এসেও হুমকি দিচ্ছেন।’
ভারতী ঘোষও পাল্টা অভিযোগ করে জানান , ‘ আমি যখন হুমকি ও হামলার মুখে পড়েছি তখন আমি হুমকি দিয়েছি। আমিও পর্যবেক্ষককে বলেছি সব লজে রেড করা হোক। মানুষ যাতে ভোট দিতে পারে তা সুনিশ্চিত করতে হবে। ভোট লুঠ রুখতে হবে। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে।’
বিশেষ পুলিশ পর্যবেক্ষক কংগ্রেস, বামফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গেও পৃথকভাবে কথা বলেন। পরে তিনি পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠকে বসেন। তিনি জানান, এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। সৱ বিষয় খতিয়ে দেখে এবারের ভোটে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে |
Published on: মে ১০, ২০১৯ @ ০৯:০৯