নির্দল প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জঙ্গলমহলে মাও-পোস্টারে ঘিরে আতঙ্ক, শুরু রুট মার্চ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                        ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ১২, ২০১৮ @ ২২:৪২

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১২মেঃ আবার মাও আতঙ্ক জঙ্গলমহলে। সত্যিই কি আবার মাওবাদীরা ফিরে এল? না কি মাওবাদীদের দেখানো পথে এলাকায় আতঙ্ক ছড়ানোর এটা একটা নয়া কৌশল? এই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে পুলিশ প্রশাসনকে। তবে বসে নেই পুলিশ প্রশাসন।এরই মধ্যে হল রুট মার্চ।

শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিন। আর শেষ দিনেই দেখা গেল জঙ্গলমহল জুড়ে বিভিন্ন এলাকায় মাওবাদীদের নামে পোস্টার। যেখানে লাখা আছে-“বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিএমকে উচ্ছেদ করে সামাজিক নির্দল প্রার্থীদের ভোট দিন।” আবার কথাও লেখা-“ধামসা-মাদল নয়, চাই না না দু’টাকা কেজি দরে চাল। আমাদের ন্যায্য অধিকার দেওয়া হোক।” তলায় লেখা সিপিআই (মাওবাদী)।

ঝাড়গ্রাম জেলার শালবনী, জামবনী, বেলপাহাড়ী, বিনপুর এলাকা জুড়ে এই পোস্টার ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে। বেলপাহাড়ী থানার লালজল, চাকাডোবা, ময়ূরঝর্ণা, ওরলি, বাঁশপাহাড়ি সহ বেশ কয়েকটি এলাকাতেও মিলেছে এমন পোস্টার। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত রাঠোর ভরত জানিয়েছেন, এধরনের পোস্টারের কথা তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার ৭৯টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে। পাশাপাশি এইসব এলাকায় নির্দল প্রার্থী হিসেবে লড়ছে আদিবাসী সামাজিক সংগঠনের প্রার্থীরা। ইতিমধ্যে আদিবাসীদের একটা বড় অংশ যেভাবে শাসক দলের এত উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরেও কিভাবে ও কেন তারা বিরুদ্ধে চলে গেল তা কিন্তু তৃণমূল সুপ্রিমোর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তার উপরে যেভাবে এই মাও পোস্টারে নির্দল প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলা হয়েছে তা নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জঙ্গলমহলে।

Published on: মে ১২, ২০১৮ @ ২২:৪২

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 8