আরটিআইঃ ৫ বছরে মোদি ও তার মন্দত্রীদের দেশ-বিদেশে যাত্রায় খরচ হয়েছে ৩৯৩ কোটি টাকা

দেশ ভ্রমণ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

মোদি এবং তাঁর মন্ত্রীদের বিদেশ যাত্রয় ২৬৩ কোটি টাকা, যেখানে দেশের ভিতর যাত্রার জন্য ৪৮ কোটি টাকা খরচ হয়েছে।

মোদি ২০১৪ সালের মে মাস থেকে ২০১৯ সালের ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত ৪৯টি বিদেশ সফর করেছেন।   

Published on: মে ১১, ২০১৯ @ ২১:০০

এসপিটি নিউজ ডেস্কঃ এর আগে এমনটা হয়েছে কিনা সেই তথ্য আমাদের কাছে নেই। তবে দেশের মোদি সরকারের বিষয়ে একটি তথ্য কিন্তু প্রকাশ্যে চলে এসেছে। তা হল, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের দেশ-বিদেশ যাত্রায় ৩৯৩ কটি টাকা খরচ হয়েছে। আর এই তথ্য সামনে নিয়ে এসেছে রাইট টু ইনফর্মেশন অ্যাক্ট অর্থাৎ আরটিআই। অ্যাক্টিভিস্ট অনিল গলগলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরটিআই দাখিল করে মোদি ও তাঁর মন্ত্রীদের দেশ-বিদেশ যাত্রায় খরচের হিসাব জানার আবেদন করেছিলেন।

রাজ্য মন্ত্রীদের যাত্রায় ৮২ কোটি টাকা খরচ হয়েছে 

1.  এর আগে ডিসেম্বর মাসে রাজ্যসভায় সরকার জানিয়েছিল জুন ২০১৪ সালে চাটার্ড ফ্লাইট, এয়ারক্র্যাফট রক্ষনাবেক্ষন এবং মোদির বিদেশ যাত্রার জন্য ২,০২১ কোটি ব্যয় হয়েছিল।

2. আরটিআই থেকে পাওয়া তথ্যের হিসাব অনুযায়ী মোদি এবং ক্যাবিনেট মন্ত্রীদের বিদেশ যাত্রার জন্য ২৬৩ কোটি টাকা , যেখানে দেশের ভিতর যাত্রার জন্য ৪৮ কোটি টাকা খরচ হয়েছে।

3. রাজ্য মন্ত্রীদের বিদেশ যাত্রায় ২৯ কোটি টাকা, যেখানে দেশের ভিতর যাত্রায় ৫৩ কোটি টাকা খরচ হয়েছে। ক্যাবিনেট মাওমালার অ্যাকাউন্ট অফিসের সিনিয়র অফিসার সতীশ গোয়েল আরটিআই-এর জবাবে জানিয়েছেন- “অর্থবর্ষ ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ পর্যন্ত ৩৯৩.৫৮ কোটি টাকা খরচ হয়েছে।

4. রিপোর্ট অনুযায়ী মোদি এবং ক্যাবিনেট মন্ত্রীদের যাত্রায় ৩১১ কোটি টাকা এবং রাজ্যমন্ত্রীদের যাত্রায় ৮২ কোটি টাকা খরচ হয়েছে। সবচেয়ে বেশি ৮৮ কোটি টাকা ২০১৪-১৫ সালে মোদি এবং তাঁর ক্যাবিনেট মন্ত্রীদের বিদেশ যাত্রায় খরচ হয়েছে।

5. গলগলির আগের আরটিআই-এর জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রীর স্বদেশ যাত্রার উপর আলাদা করে কোনও রেকর্ড রাখা হয়নি।

6. পিএমও-র কেন্দ্রীয় লোক সূচনা আধিকারিক প্রবীণ কুমার জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নির্বাচন সম্বন্ধীয় আধিকারিক হয় না এবং এর খরচ পিএমও বহন করে না। তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু তারা জানাতে পারছেন না।

7. পিএমও-র ওয়েবসাইট অনুযায়ী, প্রধানমন্ত্রীর স্বদেশ যাত্রার জন্য প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে বাজেট করা হয়, যেমনটা বিদেশ যাত্রার‍ জন্য পয়সা ক্যাবিনেট মন্ত্রী এবং প্রধানমন্ত্রী্র বিমান যাত্রা বাজেট থেকেই নেওয়া হয়ে থাকে। মোদি ২০১৪ সালের মে মাস থেকে ২০১৯ সালের ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত ৪৯টি বিদেশ সফর করেছেন।

Published on: মে ১১, ২০১৯ @ ২১:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 + = 42