
Published on: মার্চ ৪, ২০১৯ @ ১৫:২২
এসপিটি নিউজ ডেস্কঃ হিন্দুদের কাছে আজকের দিনটির খুবই উল্লেখযোগ্য।সকলেই এই দিনটিকে শ্রদ্ধা আর ভক্তিতে পালন করে থাকেন। সারা ভারতের নানা প্রান্তে সমস্ত শিব মন্দিরে আজ মহা ধুমধাম সহকারে বাবা ভোলানাথের বন্দনায় মেতে ওঠেন ভক্তরা। অশুভ শক্তির সংহারক হিসেবেই দেখা হয়ে থাকে তাঁকে। আজ তাঁকে বেলপাতা, দুধ আর মধু দিয়ে স্নান কিংবা অভিষেক করানো হয়ে থাকে।
হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের ১৩ তারিখ রাত থেকে ১৪ তারিখ পর্যন্ত থাকে এই মহা শিবরাত্রির ক্ষণ।যা সচরাচর ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যেই পড়ে।
মহা শিব রাত্রি নামেই এই উৎসব পালিত হয়। বসন্তের আগমনকে ইঙ্গিত দিয়ে থাকে এই উৎসব।
এই উৎসবের সম্পর্কে প্রকৃত তথ্য জানা নেই। তবে শোনা যায়- মহা শিবরাত্রিতে মহাদেবের সঙ্গে মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। আবার কেউ বিশ্বাস করেন এদিন বাবা ভোলানাথ বিষ পান করে এই ধরিত্রীকে রক্ষা করেছিলেন। অনেকে আবার এও বিশ্বাস করে মহা শিব রাত্রি সেই রাত্রি যখন দেবাদিদেব সৃষ্টি, স্থিতি আর ধ্বংসের জন্য এক স্বর্গীয় নাচ নেচেছিলেন।
মহা শিবরাত্রি উপলক্ষ্যে উত্তরপ্রদেশের প্রয়াগধামের কুম্ভমেলা গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতীর পবিত্র ক্ষেত্রের শেষ বিন্দু দেখতে পাওয়ার সাক্ষী থাকবে। ৫৫ দিনের এই কুম্ভমেলার সমাপ্তি ঘটবে আজ এই মহা শিবরাত্রির পুন্যলগ্নে।
এবার আমরা একবার দেখে নি দেশের নানা প্রান্তে কিভাবে পালিত হচ্ছে মহা শিবরাত্রি।
Published on: মার্চ ৪, ২০১৯ @ ১৫:২২